নিজের রিভলবারের গুলিতে গুরুতর আহত অভিনেতা গোবিন্দা

নিজের রিভলবারের গুলিতে গুরুতর আহত অভিনেতা গোবিন্দা

১ অক্টোবর : ভুলবশত নিজের রিভলবার থেকে গুলি চালিয়ে ফেলেন বলিউড তারকা গোবিন্দা। মঙ্গলবার ভোরে বন্দুক পরিস্কার করার সময় এই বিপদ ঘটে বলে জানা যাচ্ছে। গুলিটি তাঁর পায়ে এসে লেগেছে।

বলিউড অভিনেতার ম্যানেজার শশী সিং একটি সংবাদ সংস্থাকে বলেছেন, ‘গোবিন্দা কলকাতায় একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। বাড়ি থেকে বেরোনোর আগে লাইসেন্স রিভলবারটি তিনি তুলে রাখতে যান। আচমকাই হাত থেকে মাটিতে পড়ে গেলে বন্দুক থেকে গুলি ছিটকে ওঁর পায়ে লাগে।’ তাঁর সংযোজন, ‘চিকিৎসকেরা অস্ত্রোপচার করে গুলি বের করতে সক্ষম হয়েছেন। এখন উনি অনেকটাই ভালো আছেন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অভিনেতা।’

নিজের রিভলবারের গুলিতে গুরুতর আহত অভিনেতা গোবিন্দা

Author

Spread the News