পাথারকান্দিতে কোয়ার্টারে তরুণ সংঘ
মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ৩০ সেপ্টেম্বর : পাথারকান্দি স্পোর্টস কমিটি আয়োজিত সুখময় সিংহ ও কৃষ্ণমোহন সিনহা মেমোরিয়াল প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল তরুণ সংঘ। সোমবার টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচে তারা প্রতিপক্ষ সুদেষ্ণা ওয়েলফেয়ার ক্লাবকে ৩-০ গোলে হারায়। মুণ্ডমালা খেলার মাঠে ম্যাচের প্রথমার্ধ্বের ৬ মিনিটে ফলেনের গোলে এগিয়ে যায় তরুণ সংঘ। পরে সমতা ফেরানোর লক্ষ্যে সুদেষ্ণা ওয়েলফেয়ার লাগাতার আক্রমণ করে গেলেও ব্যর্থ হয়।
দ্বিতীয়ার্ধের ৪৮ ও ৫১ মিনিটে তরুণ সংঘের এলাসেমির পা থেকে পর পর দু’টি গোল আসে। ম্যাচ পরিচালনা করেন সুমন পুরকায়স্থ, অমিতাভ সিনহা, আব্দুল আহাদ পাখি এবং ময়ুর উদ্দিন। মঙ্গলবার টুর্নামেন্টে দুর্লভছড়া জিওর বিরুদ্ধে খেলতে নামবে ঝেরঝেরি এফসি।