কাঠমান্ডুর হাইওয়েতে তিনটি গাড়ির উপর ধস, মৃত্যু ৩৫ জনের

৩০ সেপ্টেম্বর : ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপাল। ক্রমশই বেড়ে চলেছে মৃতের সংখ্যা। ইতিমধ্যেই নেপালের বন্যায় প্রাণ হারিয়েছেন ১৯২ জন। নিখোঁজ রয়েছেন কমপক্ষে ৩০ জন। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার থেকেই নেপালের পূর্ব ও মধ্যবর্তী অংশে শুরু হয়েছে বিপর্যয়। কাঠমান্ডুর (Kathmandu) কাছে বাগমতী নদীর জল বইছে বিপদসীমার উপর দিয়ে। তলিয়ে গিয়েছে রাস্তাঘাট, বাড়িঘর। এমনকি ভারী বৃষ্টির জেরে ধস নেমেছে বহু রাস্তায়। রবিবারই কাঠমান্ডুতে হাইওয়েতে ধস  (Landslide) নেমে মৃত্যু হয়েছে ৩৫ জনের।

সূত্রের খবর, রবিবার দুপুরে কাঠমান্ডুর দক্ষিণে একটি হাইওয়েতে ধস নামে। সেই সময় ওই রাস্তা দিয়ে তিনটি যাত্রিবাহী গাড়ি যাচ্ছিল। কিন্তু আচমকাই ধস নামায় গাড়িগুলি চাপা পড়ে যায়। এখনও পর্যন্ত গাড়িগুলি থেকে মোট ৩৫ জনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। নেপালের বন্যাকবলিত এলাকাগুলিতে প্রায় তিন হাজারেরও বেশি কর্মী উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। জানা গিয়েছে, নেপালে বন্যার কারণে কমপক্ষে ৩২২টি বাড়ি এবং ১৬টি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে।

কাঠমান্ডুর হাইওয়েতে তিনটি গাড়ির উপর ধস, মৃত্যু ৩৫ জনের
কাঠমান্ডুর হাইওয়েতে তিনটি গাড়ির উপর ধস, মৃত্যু ৩৫ জনের

Author

Spread the News