বাজারিছড়ায় ফিসারিতে সলিলসমাধি কিশোরের

মোহাম্মদ জনি, পাথারকান্দি। 
বরাক তরঙ্গ, ১৭ নভেম্বর : বাজারিছড়া থানার লোয়াইরপোয়া এলাকার হাতিখিরা চা-বাগানের ২০ নম্বর ফাঁড়ি বাগানে ঘটল এক মর্মান্তিক দুর্ঘটনা। জলে ডুবে প্রাণ হারাল ১২ বছর বয়সী এক কিশোর। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরে অরুণ চাষার ছেলে সঞ্জয় কয়েকজন বন্ধুর সঙ্গে বাড়ির পাশের একটি ফিশারিতে স্নান করতে নামে। সাঁতার কাটার একপর্যায়ে হঠাৎ গভীর জলে তলিয়ে যায় সে। সঙ্গে থাকা কিশোররা আতঙ্কিত হয়ে দ্রুত স্থানীয়দের খবর দিলে তাঁরা জলে নেমে খোঁজ শুরু করেন। তবে দীর্ঘ সময় চেষ্টার পরও কোনও সাফল্য মেলেনি।ঘটনার পর গ্রামবাসী বাজারিছড়া থানায় খবর দিলে পুলিশ রাত পর্যন্ত অনুসন্ধান চালালেও নিখোঁজ কিশোরকে উদ্ধার করা সম্ভব হয়নি। সোমবার সকালে এসডিআরএফ-এর সহায়তায় পুনরায় অনুসন্ধানের কথা জানায় পুলিশ।এদিকে ভোর থেকেই স্থানীয়রা আবারও জলে নেমে তল্লাশি শুরু করেন। কিছুক্ষণ পর জলে সঞ্জয়ের নিথর দেহ ভেসে উঠতে দেখা যায়—এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ।

খবর পেয়ে বাজারিছড়া থানার পুলিশ ও পাথারকান্দি সার্কল অফিসার ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শ্রীভূমি জেলা হাসপাতালে পাঠান।ময়নাতদন্ত শেষে আজ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আকস্মিক এই মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *