নগাঁও সিজেএম আদালতের মহিলা কর্মচারী গ্রেফতার
বরাক তরঙ্গ, ২৫ সেপ্টেম্বর : মুখ্যমন্ত্রীর মনিটরিং সেল নগাঁও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এক মহিলা কর্মচারীকে গ্রেফতার করেছে। বুধবার ওই মহিলাকে গ্রেফতার করা হয়। অপর এক মহিলা কর্মচারী এখনও পলাতক। ওই দুই মহিলা কর্মচারী আদালতে চতুর্থ শ্রেণিতে চাকরির নামে টাকা আদায় করছিলেন বলে অভিযোগ। দুই মহিলা হলেন রাজশ্রী দেবী এবং রিমি কলিতা কাকতি।
দুই কর্মচারীর বিরুদ্ধে জেলার চামগুড়িতে এক মহিলাকে চাকরি দেওয়ার নামে টাকা আদায়ের অভিযোগ উঠেছে। আজ গ্রেফতার করা হয় রাজশ্রী দেবীকে। তাকে বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাকে আরও তদন্তের জন্য দুই দিনের পুলিশ হেফাজতে পাঠায়। রিমি কলিতা কাকতি নামে আরেক মহিলা কর্মচারী যিনি চাকরির নামে টাকা সংগ্রহ করেছিলেন। তার খোঁজে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ছবি সৌজন্যে অসমিয়া প্রতিদিন।