জগন্নাথ সিং কলেজে ক্যান্সার সচেতনতা এবং বিনামূল্যে স্ক্রিনিং প্রোগ্রাম
বরাক তরঙ্গ, ২৫ সেপ্টেম্বর : লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ, শিলচর ক্যান্সার সেন্টার এবং জগন্নাথ সিং কলেজ যৌথভাবে ক্যান্সার সচেতনতা এবং বিনামূল্যে স্ক্রিনিং প্রোগ্রামের আয়োজন করেছে। বিশেষ করে ওরাল, ব্রেস্ট এবং সার্ভিকাল ক্যান্সার নিয়ে আলোচনা করেছেন ড. অহমিক বিশ্বাস এবং অন্যরা। বুধবার উধারবন্দ জগন্নাথ সিং কলেজে আয়োজিত স্ক্রিনিংয়ের মাধ্যমে প্রায় ১১০ জন শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকা উপকৃত হয়েছেন। ডাঃ বিশ্বাস এবং তার সহযোগী মণি সরকার ক্যান্সারের মূল কারণ এবং এর প্রতিকার সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। সঙ্গে একটি জিজ্ঞাসাবাদের অধিবেশনও ছিল। আয়োজকরা জানিয়েছেন যে বরাক উপত্যকার বিভিন্ন অঞ্চলে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হবে।
এদিন উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ এস সোমরেন্দ্র সিংহ, অনিতা সিংহ, সুস্মিতা মিত্র কো-অর্ডিনেটর উইমেন সেল, দিলীপ কুমার ঠাকুর, গীতশ্রী দেব, নন্দিতা দাস ও নিবেদিতা মুখার্জি প্রমুখ। সন্তোষ কুমার চতুর্বেদী অধিবেশনের সূচনা করেন। ক্লাব ভ্যালি ভিউ-এর পক্ষে উপস্থিত ছিলেন সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায়, জোন চেয়ারপারসন (জোন-১০) সঞ্জীব রায়, প্রজেক্ট চেয়ারপারসন ফাতেমা আল মামন, কো-প্রজেক্ট চেয়ারপারসন কঙ্কা বিশ্বাস প্রমুখ।