পালংঘাটে জিতল ধনেহরি
বরাক তরঙ্গ, ২৪ সেপ্টেম্বর : পালংঘাটের মুনলাইট ক্লাবের ব্যবস্থাপনায় ও ইউটোপিয়া এনজিও কাবুগঞ্জের সহযোগিতায় সিসিজেসি পালংঘাট এইচএস স্কুলের খেলার মাঠে আয়োজিত পীযূষচন্দ্র দাস স্মৃতি গ্রামীণ ফুটবল চ্যাম্পিয়নশিপে ২-০ গোলে জয়ী হল ধনেহরি। মঙ্গলবার তারা মুখোমুখি হয় নতুন পানিভরা জিপি দলের। খেলার প্রথমার্ধ্বে ২৬ মিনিটে গোল করেন ধনেহরির হাসান আহমেদ। টানটান উত্তেজনা পূর্ণ ম্যাচের দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে নুরজামাল আরও একটি গোল করে জয় নিশ্চিত করেন। ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক খেলে পানিভরা জিপি দল কিন্তু গোল করতে সক্ষম হয়নি। অবশেষে ২-০ গোলে হেরে মাঠ থেকে বিদায় নিল পানিভরা জিপি দল।
এদিনের ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হন হাসান আহমেদ। তার হাতে ম্যান অব দ্যা ম্যাচ ট্রফি তুলে দেন সিসিজেসি পালংঘাট এইচএস স্কুলের প্রাক্তন অধ্যক্ষ প্রয়াত পীযূষচন্দ্র দাসের সহধর্মিণী বিজয়া দাস ও ছেলে প্রশান্ত দাস।
খেলা পরিচালনা করেন শহিদ আহমেদ চৌধুরী, প্রবীণ বর্মন, জাফর বড়ভুইয়া ও চতুর্থ রেফারি মুস্তাক লস্কর। আগামীকাল মুখোমুখি হবে সৈদপুর জিপি দল বনাম কালাখাল পুঞ্জি দল।