কোটি কোটি টাকা লুটপাট, ক্রাইম ব্রাঞ্চের হাতে বিজেপি নেতা
বরাক তরঙ্গ, ২৪ সেপ্টেম্বর : বিজেপির এক নেতার বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে। তার নাম অসীম দাস। দিসপুরে মন্ত্রীর দফতরে সভা করে কোটি কোটি টাকা লুট করার পরিকল্পনা করেছিলেন, সম্প্রতি ক্রাইম ব্রাঞ্চের হাতে ধরা পড়েছে।
অসীম দাস ভুয়া ওয়ার্ক অর্ডার দিয়ে কোটি কোটি টাকা লুটপাটের নেতৃত্ব দেন। অসীম বিজেপির রাজ্যের অনুসূচিত জাতি মোর্চার সাধারণ সম্পাদক ছিলেন। আর এই সুবাধে প্রবঞ্চনার জাল পেতে ছিলেন। অসীম দাসের সঙ্গে বিরিঞ্চি বরকটকি নামে এক ব্যক্তিকেও গ্রেফতার করেছে ক্রাইম ব্রাঞ্চ। বিরিঞ্চি বরকটকি ক্ষুদ্র সঞ্চয় অধিদপ্তরের অবসরপ্রাপ্ত প্রচার কর্মকর্তা। উল্লেখ্য, এর আগেও বেশ কয়েকজন প্রতারককে গ্রেফতার করা হয়েছিল।
মটক পরিষদের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে এই চক্রের বিরুদ্ধে। ভুয়া ওয়ার্ক অর্ডার দিয়ে কোটি কোটি টাকা লুটপাটকারী চক্রটির বিরুদ্ধে তদন্ত অব্যাহত রেখেছে ক্রাইম ব্রাঞ্চ।