শিক্ষার গুরুত্ব ও সমাজ গঠনে ভূমিকা নিয়ে আলোচনায় পরিমল-নীহার
মাতৃভূমি সামাজিক সংস্থার কৃতী ছাত্র সংবর্ধনা____
রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ২৫ মে : প্রতি বছরের ধারাবাহিকতা বজায় রেখে এবারও ধলাই বিএনএমপি স্কুল পরীক্ষা কেন্দ্র থেকে মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হওয়া ৮৫ জন কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানালো বেসরকারি ও সামাজিক সংস্থা ‘মাতৃভূমি’। রবিবার বিকাল তিনটায় ধলাইস্থিত এক বিবাহ ভবনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই সভায় শিক্ষাবিদ, রাজনীতিবিদ, ছাত্রছাত্রীদের অভিভাবক এবং মাতৃভূমি সামাজিক সংস্থার সকল স্তরের কর্মকর্তাসহ প্রায় পাঁচ শতাধিক মানুষের সমাগম ঘটে। প্রবীণ শিক্ষাবিদ সৈলেশ নমসুদ্রের পৌরোহিত্বে অনুষ্ঠিত এই সভায় ধলাইয়ের প্রাক্তন বিধায়ক, রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং বর্তমানে শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে দেশ ও সমাজ গঠনে শিক্ষার গুরুত্ব তুলে ধরেন এবং উৎসাহ প্রদান করেন। ধলাইয়ের বিধায়ক নীহাররঞ্জন দাসও ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করে শিক্ষা অর্জনের উপর গুরুত্ব আরোপ করেন।
এদিনের সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিজেপির সভাপতি রূপম সাহা, ধলাই-নরসিংহপুর জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য পম্পি নাথ চৌধুরী, ধলাই বিএনএমপি এইচএস স্কুলের অধ্যক্ষ পিনাক চক্রবর্তী, আইডেল ইংলিশ স্কুলের অধ্যক্ষ মাখন সিং, ধলাই পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি ভুষণ পাল, ভারতীয় জনতা পার্টির তপশিলি মোর্চার জেলা সভাপতি কৃষ্ণ জীবন দেবনাথ, ভারতীয় জনতা পার্টির ধলাই-নরসিংহপুর মণ্ডল সভাপতি সঞ্জয় কৈরী, প্রাক্তন শিক্ষক বিধানচন্দ্র পাল, ধলাই বিএনএমপি স্কুলের পরিচালন সমিতির সভানেত্রী পিনাকী বর্মন, ধলাই গাও পঞ্চায়েতের নবনির্বাচিত আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য নিয়তি বর্মন, প্রদীপ পাল, তুষার বর্মন, কৃতিশ চন্দ্র দাস প্রমুখ ব্যক্তিবর্গ।

সংবর্ধনা অনুষ্ঠানে এবছর ধলাই বিএনএমপি এইচএস স্কুল পরীক্ষা কেন্দ্র থেকে মাধ্যমিকে প্রথম বিভাগে উত্তীর্ণ হওয়া ৮৫ জন কৃতি ছাত্রছাত্রীকে উত্তরীয়, মোমেন্টো, প্রশংসাপত্র ও একটি করে গাছের চারা দিয়ে সম্মান জানানো হয়। প্রথম বিভাগে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের মধ্যে ধলাই বিএনএমপি এইছএস স্কুলের ১২ জন, জীবনগ্রাম প্রেস ব্যাটেলিয়ান ইংলিশ স্কুলের ২৭ জন, পানিভরা কৃষ্ণচরণ হাই স্কুলের ২৩ জন, ধলাই আইডিয়াল ইংলিশ স্কুলের ১৯ জন এবং ওরজিলিয়াম স্কুলের দুইজন শিক্ষার্থী ছিল।

সভার শুরুতে মাতৃভূমি সামাজিক সংস্থার সভাপতি সিতাংশু দাস সভার উদ্দেশ্য ব্যাখ্যা করেন। তিনি উল্লেখ করেন, ২০০৭ সালে মাতৃভূমি সামাজিক সংস্থা গঠিত হওয়ার পর থেকেই ধলাই বিএনএমপি এইচএস স্কুল পরীক্ষা কেন্দ্র থেকে মাধ্যমিকে উত্তীর্ণ হওয়া ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করে আসছে। আগামী দিনেও এই ধারা অব্যাহত থাকবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি আরও উল্লেখ করেন যে মাতৃভূমি সামাজিক সংস্থা জন্মলগ্ন থেকে সমাজের কল্যাণে কাজ করে আসছে। খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন বিষয়ে ধলাই বিধানসভার অগ্রণী স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে মাতৃভূমি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে।

সভাপতি সিতাংশু দাস জানান, মাতৃভূমি সামাজিক সংস্থা বাদ্যযন্ত্রের প্রশিক্ষণ ও ১৮ বছরের কম বয়সী মেয়েদের জন্য ফুটবল প্রশিক্ষণ শিবিরের আয়োজন করছে। এছাড়াও, উপত্যকার মধ্যে ফুটবলের সবচেয়ে বড় আসর ‘মাতৃভূমিকা ফুটবল’ আগামী ১লা আগস্ট থেকে শুরু হবে বলে তিনি ঘোষণা করেন।
এদিনের এই আয়োজন শিক্ষার প্রতি মাতৃভূমি সামাজিক সংস্থার অঙ্গীকার এবং সমাজ গঠনে তাদের সক্রিয় ভূমিকার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল বলে মত ব্যক্ত করেন বিশিষ্টজনেরা।