সৈদপুরে লো ভোল্টেজ, ডিএমের দ্বারস্থ গ্রাহকরা
বরাক তরঙ্গ, ২৪ সেপ্টেম্বর : দাবদাহে মানুষ হাঁসফাঁস খাচ্ছেন। ঘর থেকে বের হওয়া মুশকিল হয়ে পড়েছে। এমনকি ঘরে থাকাও দায় হয়ে দাঁড়িয়েছে। এমতা অবস্থায় সোনাইয়ের সৈদপুর প্রথম খণ্ড গ্রামের বিদ্যুতের যে অবস্থা তাতে মানুষ এক নরক যন্ত্রণায় ভুগছেন। ঘরে বা বাইরে কোথাও মিলছে না স্বস্তি। কেননা বিদ্যুৎ থাকলেও তাদের ঘরে ফ্যান বা ফ্রিজ চলাতো দুর বাল্ব পর্যন্ত জ্বলে পর্যাপ্ত আলো দেয় না। দীর্ঘ দুই বছর থেকে এই সমস্যায় অর্থাৎ লো ভোল্টেজ সমস্যায় ভুগছেন সৈদপুর প্রথম খণ্ডের গ্রাহকরা।
লো ভোল্টেজ এর সমস্যায় অতিষ্ঠ হয়ে মঙ্গলবার গ্রাহকরা ঐক্যবদ্ধ হয়ে শিলচর মেহেরপুর অবস্থিত বিদ্যুৎ বিভাগের কার্যালয় উপস্থিত হন। বিভাগীয় আধিকারিকের সঙ্গে দেখা করে তাঁদের বিদ্যুৎ পরিষেবা সহ নতুন ট্রান্সফর্মার বসানোর দাবি রাখেন।
সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে গ্রাহকরা জানান গত দুই বছর ধরে লো ভোল্টেজ থাকার কারণে স্থানীয়দের দুর্ভোগ পোহাতে হয়। এবং সঠিকভাবে বিদ্যুৎ পরিষেবা পাচ্ছেন না। এই এলাকায় বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও দুই বছর ধরে সংশ্লিষ্ট বিভাগ উদাসীন অনুবাদ নিয়ে রয়েছে। গ্রাহকরা জানান প্রচণ্ড গরমে বিদ্যুৎ থাকলেও তারা কোন ধরনের সুবিধা ভোগ করতে পারছেন না। লো ভোল্টেজের কারণে ঘরে ফ্যান, ফ্রি কিছুই চলছে না। এমনকি জলেরও সমস্যায়ও ভুগছেন, ভোল্টেজ না থাকার কারণে জলের পাম্প কাজ করছে না। তারা ডিএম (আইটি) এর সঙ্গে দেখা করে শীঘ্রই এই সমস্যা সমাধানের দাবি জানান।