লেবাননে বিমান হামলা ইজরায়েলের, নিহত ৪৯২
২৪ সেপ্টেম্বর : হিজবুল্লাহর সঙ্গে চলমান সংঘাতের জেরে লেবাননে ইজরায়েলি বিমান হামলায় একদিনেই ৪৯২ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৩৫ জনই শিশু। এছাড়া আহত হয়েছেন ১৬৪৫ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য দিয়েছে। খবর আল জাজিরা ও বিবিসির।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইজরায়েলি বিমান হামলায় একদিনেই ৪৯২ জন নিহত এবং ১৬৪৫ জন আহত হয়েছেন।
বিশ্ব নেতৃবৃন্দ এবং জাতিসংঘ জরুরিভাবে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছে। তুরস্ক সতর্ক করেছে যে লেবাননে ইসরায়েলের আক্রমণ ‘সমগ্র অঞ্চলকে বিশৃঙ্খলার দিকে টেনে আনতে পারে।’
ইজরায়েলের সামরিক বাহিনীর পক্ষ থেকে দক্ষিণ ও পূর্ব লেবাননের অধিবাসীদের হিজবুল্লাহর এলাকা থেকে সরে যেতে বলা হচ্ছে। দক্ষিণ লেবাননের পাশাপাশি রাজধানী বৈরুতের মানুষেরা বলছেন, তাদের মোবাইলে টেক্সট মেসেজ পাঠানো হচ্ছে যে তারা যেন তাদের অবস্থান দ্রুত ত্যাগ করেন। তবে ইজরায়েলি বাহিনীর এমন হুঁশিয়ারি ও বার্তায় কান না দেওয়ার আহ্বান জানিয়েছে দেশটির তথ্যমন্ত্রী জিয়াদ মাকারি।
লেবাননে সম্ভাব্য স্থল অভিযান শুরুর ইঙ্গিত দিয়েছে ইজরায়েলি বাহিনী। এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইজরায়েলি সামরিক মুখপাত্র বলেছেন, উত্তর ইসরায়েলের উচ্ছেদ হওয়া বাসিন্দাদের তাদের ঘরে ফেরা নিশ্চিত করতে যা যা প্রয়োজন আমরা করব।