দশম শ্রেণি উত্তীর্ণ যুবক IPS হতে গিয়ে স্থান হল শ্রীঘরে
২৪ সেপ্টেম্বর : প্রতারণা শিকার! দশম শ্রেণি উত্তীর্ণ বছর উনিশের যুবক টাকা দিয়ে IPS হতে চেয়েছিলেন। কিন্তু তাঁর পরিণাম হল ভয়ঙ্কর। স্থান হল শ্রীঘরে বিহারের জামুই জেলার ১৯ বছর বয়সী যুবক মিথিলেশের। তিনি IPS অফিসার হতে গিয়ে প্রতারিত হয়েছেন। চাকরির আশায় তিনি ২ লাখ টাকা দিয়ে এক ব্যক্তির কাছে প্রতারণার শিকার হন। মনোজ সিং নামে পরিচিত ওই ব্যক্তি মিথিলেশকে একটি ভুয়ো IPS-এর পরিচয়পত্র, ব্যাজ এবং নকল পিস্তল দিয়ে তাকে IPS অফিসার হিসেবে নিযুক্ত হওয়ার ভুয়ো স্বপ্ন দেখিয়ে প্রতারণা করে। শেষমেষ ভুয়ো IPS অফিসারকে পাকড়াও করে পুলিশ গোটা ঘটনাটি জানতে পারে।
মিথিলেশ দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন। তবে পড়াশোনা না করলেও জীবনে সফল হওয়ার স্বপ্ন তিনিও দেখতেন। কিন্তু গ্রামের সাধারণ পরিবেশে বেড়ে ওঠা মিথিলেশ খুব বেশি শিক্ষিত না হওয়ায় তাঁর পক্ষে জীবনে উন্নতি করা বা ভালো চাকরি পাওয়া সহজ ছিল না। সেই কারণে টাকা দিয়ে সহজ উপায়ে ভালো চাকরি খুঁজছিল সে। আর মিথিলিশের এমন অবস্থার সুযোগ নিয়ে, মনোজ সিং তাকে IPS পদে চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখায়। প্রতারণার ফাঁদে পা দিয়ে মিথিলেশ তাঁর মামার থেকে ২ লাখ টাকা ধার নিয়ে মনোজকে টাকা দেন। বিনিময়ে, মনোজ তাকে একটি পুলিশের ইউনিফর্ম, ব্যাজ ও নকল পিস্তল দিয়ে দেয়। সেই সঙ্গে সে মিথিলেশকে বলে যে, তার পোস্টিং লখিসারাই জেলার হালসি থানায় হয়েছে।
পুলিশ পরে মিথিলেশকে ব্যক্তিগত বন্ডে ছেড়ে দেয় এবং মনোজ সিংয়ের খোঁজ শুরু করে। একইসঙ্গে মিথিলেশের কাছ থেকে ভুয়ো IPS-এর পরিচয়পত্র, ব্যাজ ও ইউনিফর্ম বাজেয়াপ্ত করে পুলিশ। এই ঘটনার পর মিথিলেশের পরিবার এবং গ্রামবাসীরা রীতিমতো হতবাক হয়ে পড়েছেন। মিথিলেশের মা বললেন, “বাড়িতে যখন ওঁকে ইউনিফর্ম পরা অবস্থায় দেখেছিলাম, তখন খুব গর্ব অনুভব করেছিলাম, কিন্তু যখন জানলাম এটা সবই মিথ্যা ছিল, তখন মনে ভীষণ কষ্ট পেয়েছি।”