বিদ্যালয়ে স্টুডেন্ট ড্রপ আউট না-হবার সুনিশ্চয়তা বিধানের নির্দেশ মন্ত্রী ব্রহ্মের
জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ২৩ সেপ্টেম্বর : রাজ্যের ভূমি সংরক্ষণ, হ্যান্ডলুম টেক্সটাইল এবং সেরিকালচার মন্ত্রী উর্খাউ গৌড়া ব্রহ্ম শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে স্টুডেন্ট ড্রপ আউট যাতে না-হয়, সেদিকে কড়া নজর দিতে শিক্ষা বিভাগকে নির্দেশ দিয়েছেন। তিনি সোমবার হাইলাকান্দিতে সরকারি বিভাগগুলির এক রিভিউ মিটিংয়ে এই নির্দেশ দেন। শিক্ষা বিভাগ থেকে সভায় জানানো হয় যে, জেলায় ৯৮টি স্মার্ট ক্লাসরুমের মধ্যে ৯৭টি চালু রয়েছে। জেলায় ভার্চুয়াল ক্লাসরুম রয়েছে ২০টি।জেলা পরিষদের সিইও রণজিৎ কুমার লস্কর জানান জেলায় ৩৩ হাজার ৭৯৭টি গ্রামীণ স্কিমের মধ্যে ২৮ হাজার ৪৩১টি সম্পূর্ণ হয়েছে যা ৮৪.১৩ শতাংশ।
জেলার ৬২টি অমৃত সরোবরের সৌন্দর্যায়নের জন্য নেওয়া ৮৮টি স্কিমের মধ্যে ৭৯ টি সম্পূর্ণ হয়েছে বলে জানানো হয়। স্বাস্থ্য যুগ্ম সঞ্চালক ডা. অলকানন্দা নাথ জানান জেলায় প্রসবকালীন মায়ের মৃত্যু ২০২২-২৩ অর্থবছরে ১৮ জন হলেও বর্তমান বছরে তা মাত্র ২ জনে নামিয়ে আনা হয়েছে। ২০২২-২৩ সালে ইনস্টিটিউশনাল ডেলিভারি অর্থাৎ হাসপাতালে প্রসবের হার ৯৫.৬৭% হলেও বর্তমানে তা ৯৮.০২% বাড়ানো সম্ভব হয়েছে। শিশু মৃত্যুর হার ২০২২ ২৩ সালে ২৩৫ হলেও বর্তমানে তা ৪৮ এ নামিয়ে আনা সম্ভব হয়েছে।
ডিভিশনাল ফরেস্ট অফিসার অখিল দত্ত সভায় জানান জেলার ৮৬৫৫.৯৫ হেক্টর বনবিভাগের ভূমিতে ৭৪৫৮টি পরিবার বাস করছেন। জেলা আয়ুক্ত নিসর্গ হিভারে সভায় এসপিরেশন ডিস্ট্রিক্টের বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরে জানান, জেলার বিভিন্ন এলাকায় এর আওতায় প্রকল্প নেওয়ার ফলে প্রভূত উন্নতি সাধন হয়েছে। সভায় ডিডিসি এল্ডাড ফাইরিম সহ বিভিন্ন বিভাগের শীর্ষ আধিকারিকরা অংশ নেন।