চতুর্থীতে দক্ষিণ অম্বিকাপুর শ্মশান রোড দুর্গাপূজা কমিটির মণ্ডপ উদ্বোধন

বরাক তরঙ্গ, ২২ সেপ্টেম্বর : প্রতিবারের মতো এবছর জোরদার প্রস্তুতি নিচ্ছে শিলচরের দক্ষিণ অম্বিকাপুর শ্মশান রোড দুর্গাপূজা কমিটি। ১৫ লক্ষ টাকার বাজেট নিয়ে দুর্গ পূজার প্রস্তুতি চলছে ৬৯ তম দক্ষিণ আম্বিকাপুর শ্মশান রোড দুর্গাপূজা কমিটি। চতুর্থী থেকে পূজা অর্চনা শুরু হয়ে যাবে। ঐদিন মণ্ডপের উদ্বোধন করবেন রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী গণদিশানন্দজি মহারাজ। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যসভার সদস্য সুস্মিতা দেব, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, শিলচর ডিএসএ-র প্রাক্তন সভাপতি বাবুল হোড়, প্রদেশ বিজেপির সম্পাদক কণাদ পুরকায়স্থ  সহ অন্যান্যরা। রবিবার কমিটির কর্মকর্তারা সাংবাদিক বৈঠক দেখে পুজোর কর্মসূচি তুলে ধরেন।

তাঁরা বলেন মহালয়া থেকে শুরু হয়ে যাবে তাঁদের কর্মসূচি। মহালয়া দিনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এরপর চতুর্থী, পঞ্চম, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমীর পর্যন্ত বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এছাড়াও পুজোর ঐতিহ্য হিসেবে সপ্তমীর দিনে সাত পূ, অষ্টমীর দিনে আট পদ এবং নবমীর দিনে নয় পদ দিয়ে প্রসাদ বিতরণ করা হবে।

চতুর্থীতে দক্ষিণ অম্বিকাপুর শ্মশান রোড দুর্গাপূজা কমিটির মণ্ডপ উদ্বোধন

এছাড়াও চতুর্থীতে অরুন ধর স্মৃতিতে দুশো জন অসহায় মহিলার হাতে বস্ত্র তুলে দেওয়া হবে। কমিটির কর্মকর্তারা এও জানান প্রতিমায় স্বর্ণের প্রলেপ থাকবে। এবং প্যান্ডেলও স্বর্ণের প্রলেপ থাকবে। আলোকসজ্জা থেকে শুরু করে মণ্ডপ, প্রতিমা সবকিছুতেই বিশেষ আকর্ষণ থাকবে বলে জানান তারা। প্রতিমা তৈরিতে রয়েছেন নবদ্বীপের উজ্জল প্রামানিক, মণ্ডপ নির্মাণ করছেন গোপাল সূত্রধর ও আলোকসজ্জা রয়েছেন বিপুল নাথ। পুজোর প্রতিটি অনুষ্ঠানে এবং পূজার্চনায় শহরবাসীকে উপস্থিত থাকার আহ্বান জানান কমিটির কর্মকর্তারা।

চতুর্থীতে দক্ষিণ অম্বিকাপুর শ্মশান রোড দুর্গাপূজা কমিটির মণ্ডপ উদ্বোধন
চতুর্থীতে দক্ষিণ অম্বিকাপুর শ্মশান রোড দুর্গাপূজা কমিটির মণ্ডপ উদ্বোধন

Author

Spread the News