ডিলিমিটেশনে বিলুপ্ত জিপি, প্রতিবাদে উত্তাল দক্ষিণ হাইলাকান্দি
শুনানির দিন হাজার হাজার জনগণ নিয়ে প্রতিবাদ হবে জেলা সদরে : জহির_____
এবি লস্কর, লালা।
বরাক তরঙ্গ, ২১ সেপ্টেম্বর : পঞ্চায়েতের ডিলিমিটেশন নিয়ে ধীরে ধীরে ক্ষোভ আছড়ে পড়ছে বিলুপ্ত হওয়া জিপিগুলিতে। কাটলিছড়া বিধানসভা কেন্দ্রে বলদাবলদি নন্দগ্রাম জিপিকে বিলুপ্ত করে দেওয়া হয়েছে। এই জিপিকে বিলুপ্ত করে দাড়িয়ারঘাট জিপিতে অন্তর্ভুক্ত করা হয়েছে বেশিরভাগ অংশ। পঞ্চায়েতের এমন মনগড়া ডিলিমিটেশনকে মেনে নিতে পারছেন না সাধারণ জনগন। এই অগণতান্ত্রিক, ভৌগোলিক মানচিত্রের সামঞ্জস্য ছাড়া মনগড়া ডিলিমিটেশনের বিরুদ্ধে রাইজর দলের নেতৃত্বে সরব হয়েছেন পঞ্চায়েতের হাজার হাজার সাধারণ মানুষ। শনিবার এনিয়ে এক প্রতিবাদী সভার মাধ্যমে উত্তাল হয়ে উঠে দক্ষিণ হাইলাকান্দি।
বিধানসভা কেন্দ্রে ডিলিমিটেশনের পর পঞ্চায়েত ডিলিমিটেশনেও বেপরোয়া ভাবে ছুরি চালানো হয়েছে।এতে কোন গ্রাম কোন জিপির সংগে সংযুক্ত হয়েছে সাধারণ মানুষের তা বোধগম্য হচ্ছে না।কাটলিছড়া বিধানসভা চক্রের সাহাবাদ এবং আপিন রংপুর গ্রাম পঞ্চায়েত ডিলিমিটেশনের ফলে নিশ্চিন্ন হয়ে যাওয়ায় ব্যাপক ক্ষোভে ফুঁসছেন জনতা। এরই মধ্যে বলদাবলদি নন্দগ্রাম জিপিকে বিলুপ্ত করার তথ্য সামনে আসতেই তীব্র ক্ষোভ আছড়ে পড়ছে। শনিবার বিকাল ৩ টা নাগাদ রাইজর দলের স্থানীয় আঞ্চলিক কমিটির ব্যবস্থাপনায় বলদাবলদি মাদ্রাসা সংলগ্ন খোলা মাঠে এক প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয়। রাইজর দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জহির উদ্দিন লস্করের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় বলদাবলদি নন্দগ্রাম জিপি বহাল রাখার দাবিতে বৃহত্তর আন্দোলনের রূপরেখা তৈরি করা হয়।
এদিন প্রতিবাদী সভার পর বিশাল মিছিল বের করে বলদাবলদি নন্দগ্রাম জিপিকে তিন টুকরো করার বিরুদ্ধে সোচ্চার হন স্থানীয় জনগণ। রাইজর দলের নেতা জহির উদ্দিন লস্করের নেতৃত্বে পাঁচ শতাধিক জনগণ বলদাবলদি জিপির বেশীরভাগ অংশ ধলেশ্বরী নদীর পূর্ব পারের দাড়িয়ারঘাট জিপিতে অন্তর্ভুক্ত করা মেনে নেবেন না বলে হুঁশিয়ারী দেন। রাইজর দলের নেতা জহির উদ্দিন লস্কর বলেন, বলদাবলদি নন্দগ্রাম জিপিকে বহাল রাখতে তারা জিলা পরিষদের সিইও-র মাধ্যমে ডিলিমিটেশন কমিশনকে অবগত করেছেন। ডিলিমিটেশনের খসড়া নিয়ে শুনানির দিন বলদাবলদি নন্দগ্রাম জিপির হাজার হাজার জনগণকে সঙ্গে নিয়ে প্রতিবাদ গড়ে তোলারও হুশিয়ারী দিয়েছেন জহির। তিনি সাফ জানান, কোনো অবস্থায় বলদাবলদি জিপিকে খণ্ড বিখণ্ডিত হতে দেবেন না।
এদিনের প্রতিবাদী সভা ও মিছিলে উপস্থিত ছিলেন কৃষক মুক্তির হাইলাকান্দি জেলা সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন লস্কর, কংগ্রেস নেতা মান্না খান, মণ্ডল কংগ্রেস সভাপতি ইছাক আলি লস্কর, প্রাক্তন এপি সদস্য আহমদ হুসেন লস্কর, প্রাক্তন সভাপতি আব্দুর রহমান লস্কর, প্রাক্তন গ্রুপ সদস্য সিরাজ উদ্দিন লস্কর, সৈদ আহমদ লস্কর, আব্দুর রহমান লস্কর, আজমত আলি লস্কর, আনোয়ারুল ইসলাম বড়ভূইয়া, কৃষক মুক্তির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ লস্কর, প্রচার সম্পাদক আফজল হুসেন তাপাদার, ছাত্র মুক্তির খাইরুল ইসলাম বড়ভূইয়া, ঝালনাছড়া জিপির প্রাক্তন এপি ইকবাল বাহার বড়ভূইয়া, নুর ইসলাম লস্কর প্রমুখ।