কবীন্দ্র পুরকায়স্থকে ডক্টরেট ডিগ্রি দিয়ে সম্মাননা প্রদান আসাম বিশ্ববিদ্যালয়ের
বরাক তরঙ্গ, ২০ সেপ্টেম্বর : প্রবীণ বিজেপি নেতা তথা দলের পিতামহ প্রাক্তন মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থকে ডক্টরেট ডিগ্রি দিয়ে সম্মাননা প্রদান করল আসাম বিশ্ববিদ্যালয়। শুক্রবার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থের বাসভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে ডক্টরেট ডিগ্রি দিয়ে সম্মাননা প্রদান করে আসাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ৯৪ বছর বয়সী কবীন্দ্র পুরকায়স্থ, বরাক তথা উত্তরপূর্বে বিজেপির প্রতিষ্ঠাতা এবং শিক্ষাবিদ পুরকায়স্থকে ডক্টরেট ডিগ্রি দিয়ে সম্মানিত করেছে বিশ্ববিদ্যালয়।
এদিন, তাঁর বাড়িতে একটি সভার আয়োজন করা হয়। সভায় আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাজীবমোহন পন্থ তাঁর হাতে ডিগ্রি ও মেমন্টো তুলে দেন। এ ছাড়া উপস্থিত ছিলেন আরএসএসের প্রবীণ প্রচারক শশীকান্ত চৌথাইওয়ালা, অশোক পাল চৌধুরী, শঙ্কর ভট্টাচার্য, মহাবীর জৈন এবং সাংসদ মিশনরঞ্জন দাস এবং অনেক সিনিয়র কর্মী উপস্থিত ছিলেন। এই ডিগ্রি প্রদান করায় বিজেপির কর্মী-সমর্থক সহ সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।