বিভিন্ন দাবিতে শিলচরে আশা কর্মীদের বিক্ষোভ

বরাক তরঙ্গ, ১৯ সেপ্টেম্বর : প্রতি মাসের পারিতোষিক প্রদান করা, চাকরি স্থায়ীকরণ করা ইত্যাদি দাবিতে ধরনা প্রদর্শন করলেন আশা কর্মীরা। সারা অসম আশা সংস্থা বরাক ভ্যালি শাখার আহ্বানে বৃহস্পতিবার শিলচরে ধরনা ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন তাঁরা।  শহিদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে জমায়েত হয়ে সরকারের তীব্র সমালোচনা করে কাছাড়ের জেলা আয়ুক্তকে একটি স্মারকলিপি প্রদান করেন সংস্থার কর্মকর্তারা। বিভিন্ন স্লোগানে কাঁপিয়ে তুলেন অফিসপাড়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী।

বিক্ষোভ চলাকালীন বক্তব্যে সংস্থার কর্মকর্তারা বলেন, বিগত ১৮ বছর ধরে আশা কর্মীরা লাগাতার সরকারের বিভিন্ন কাজ করে আসছেন। কিন্তু সরকার তাঁদের সমস্যা সমাধানে আজ পর্যন্ত কোনও ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেনি। ফলে তাঁদের পরিবার পরিকল্পনা বর্তমানে এক বিশাল প্রশ্ন চিহ্নের মুখে এসে দাঁড়িয়েছে। তাঁরা দাবি তুলেন প্রতি মাসের পারিতোষিক প্রদান করা, চাকরি স্থায়ীকরণ করা, মাসিক বেতন ২৬ হাজার টাকা বৃদ্ধি করা, নিয়োগপত্র বিতরণ সহ উপত্যকায় কর্মরত সকল আশা কর্মীদের সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত করা। এসব দাবিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করে এক স্মারকপত্র প্রদান করা হয়।

বিভিন্ন দাবিতে শিলচরে আশা কর্মীদের বিক্ষোভ
বিভিন্ন দাবিতে শিলচরে আশা কর্মীদের বিক্ষোভ

Author

Spread the News