‘এক দেশ এক নির্বাচন’ অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার

১৮ সেপ্টেম্বর : ‘এক দেশ এক নির্বাচন’ সংস্কারে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভা ‘এক দেশ এক নির্বাচন’ সংস্কারের অনুমোদন দিয়েছে। এই একই সময়ে নির্বাচন প্রক্রিয়া সম্পর্কিত কোবিন্দ প্যানেলের রিপোর্টও মন্ত্রিসভার অনুমোদন লাভ করেছে।

‘এক দেশ, এক নির্বাচন’ নীতির উপর এই উচ্চ পর্যায়ের কমিটির রিপোর্ট সেদিনই কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে পেশ করা হয়েছে। প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে এই কমিটি লোকসভা নির্বাচন ঘোষণার পূর্বে মার্চ মাসে তাদের রিপোর্ট জমা দিয়েছিল।

'এক দেশ এক নির্বাচন' অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘এক দেশ, এক নির্বাচন’ নিয়ে অনেকদিন ধরেই আলোচনা চলছে। ‘এক দেশ, এক নির্বাচন’-এর সম্ভাবনা খতিয়ে দেখতে কেন্দ্রীয় সরকার প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে একটি কমিটি গঠন করে। সেই কমিটি ৬২টি রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেছিল। এর মধ্যে ৩২টি ‘এক দেশ, এক নির্বাচন’-কে সমর্থন করেছে। যেখানে বিপক্ষে রয়েছে ১৫টি দল। আর ১৫টি দল কোনও জবাব দেয়নি।

'এক দেশ এক নির্বাচন' অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার

কমিটি ওয়ান নেশন ওয়ান ইলেকশনের সম্ভাবনা নিয়ে মার্চ মাসে তাদের রিপোর্ট জমা দিয়েছিল। বুধবার সেই নিয়ে এগোনোয় অনুমোদন মেলে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) দীর্ঘদিন ধরেই ‘এক দেশ-এক নির্বাচন’-র পক্ষে কথা বলে আসছেন।

Author

Spread the News