ইউজিসি ন‌্যাক মূল্যায়নে বি-গ্রেড পেল চাঁন্দ‌খিরার স্বামী বি‌বেকানন্দ কলেজ

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ১৩ সেপ্টেম্বর : করিমগঞ্জ জেলার পাথারকান্দির  চাঁন্দ‌খিরার স্বামী বি‌বেকানন্দ কলেজ এবার ইউজিসি ন‌্যাক মূল্যায়নে লাভ করল বি-গ্রেড। এতে বেজায় খুশি কলেজের ছাত্রছাত্রী শিক্ষা শিক্ষিকা সহ গোটা এলাকার শিক্ষানুরা‌গী মহল। অব‌শে‌ষে এবার ২০২৪ সালে বছরের ইউ‌জি‌সি ন‌্যাক মূল্যায়নে বি-‌গ্রেড লাভ করে। এই সাফল্যে রা‌জ্যের শিক্ষা বিভা‌গের মন্ত্রী র‌ণোজ পেগু সহ স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু পাল ও সাংসদ কৃপানাথ মালা বিভিন্ন মহল খু‌শি ব‌্যক্ত ক‌রে‌ছেন। কলেজের এ‌হেন কৃ‌তি‌ত্বে ক‌লেজ পড়ুয়া সহ অ‌ভিভাবক ও শিক্ষক শিক্ষ‌য়েত্রীরা আহ্লা‌দে আটখানা। কেননা ন‌্যা‌কের প্রথম মুল‌্যায়‌নের ম‌ধ্যেই এমন কৃ‌তিত্ব চ‌ট্টিখা‌নি কথা নয়। প্রতি পাঁচ বছর অন্তর অন্তর কলেজ ও বিশ্ববিদ্যালগুলির মূল্যায়ন করে ইউজিসি-র ন্যাক টিম।

অধ্যক্ষ সুভাষ সিনহা খুশি ব্যক্ত করেছেন। তাঁর কথায় দীর্ঘ সাঁই‌ত্রিশ বছরের নিরলস প্রচেষ্টার পর সর্বস্ত‌রের জনগণ ও শিক্ষানুরা‌গি মহ‌লের সহ‌যো‌গিতায় আজ‌কের দি‌নে এই ক‌লেজ নতুন শি‌রোপা লাভ করল।এমন খব‌রে এদিন এলাকার বি‌ভিন্ন স্থা‌নে অ‌নে‌কে বা‌জি পটাকা পু‌ড়ি‌য়ে খু‌শি জা‌হির করার খবর পাওয়া গে‌ছে।

ইউজিসি ন‌্যাক মূল্যায়নে বি-গ্রেড পেল চাঁন্দ‌খিরার স্বামী বি‌বেকানন্দ কলেজ
ইউজিসি ন‌্যাক মূল্যায়নে বি-গ্রেড পেল চাঁন্দ‌খিরার স্বামী বি‌বেকানন্দ কলেজ

Author

Spread the News