৩২তম শিলচর বইমেলা-২০২৪ র প্রস্তুতি সভা অনুষ্ঠিত
বরাক তরঙ্গ, ৮ সেপ্টেম্বর : রবিবার শিলচর সুভাষ নগরে ভাষা সেনানি পরিতোষ পাল চৌধুরীর বাসভবনে ৩২তম শিলচর বইমেলা-২০২৪ র এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। কমিটির সহ সভাপতি সুবীর ভট্টাচার্যের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভার শুরুতে কমিটির সাধারণ সম্পাদক বিপ্লব পাল চৌধুরী স্বাগত বক্তব্যে বইমেলা সুষ্ঠু ভাবে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন। শিলচরের বিপিন পাল সভাস্থলে আগামী ২০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় বই মেলার প্রস্তুতি নিয়ে পর্যালোচনা করার উদ্দেশ্যে এই সভা আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।
এছাড়া সভায় শিলচর বই মেলায় যোগদান করার উদ্দেশ্যে কলকাতা, গুয়াহাটি, আগরতলা এবং শিলচরের বিভিন্ন স্থানের পুস্তক প্রতিষ্ঠানের কর্মকর্তারা ইতিমধ্যে যোগাযোগ করেছেন বলে জানান তিনি। এবারও এই বই মেলায় যারা বই কিনবেন তাঁদের ১৫ শতাংশ ছাড় দেওয়া হবে বলে জানানো হয়।
সভায় বইমেলার বিভিন্ন কৰ্মসূচী নিয়েও আলোচনা করা হয়। প্রতিদিন বইমেলায় বিভিন্ন বিষয়ের ওপর আলোচনা সভা, কবিতার আসর, সাহিত্য আসর, গ্রন্থ প্রকাশ, শিশুদের বসে আঁকো প্রতিযোগিতা, স্মারক সম্মান সহ সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে বলে প্রস্তাব নেওয়া হয়।
এছাড়াও বইমেলা উপলক্ষে একটি স্মরণিকা বের করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া শীঘ্রই শিলচর বইমেলা কমিটির এক সাধারণ সভা অনুষ্ঠিত হবে বলে সভায় জানানো হয়। ওই সভায় বইমেলার অন্যান্য কার্যসূচি নিয়ে আলোচনা করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিন সভায় অন্যান্যদের মধ্যে কমিটির উপদেষ্টা কবি সাহিত্যিক কস্তুরী হোম চৌধুরী, সহসম্পাদক গৌতম তালুকদার, সাহিত্য সম্পাদক মৃদুলা ভট্টাচার্য, সাংস্কৃতিক সহ সম্পাদক প্রদীপ দাস, প্রচার সচিব রাজু চৌধুরী, কার্যকরী সদস্যা পম্পা পাল চৌধুরী, পান্নালাল চক্রবর্তী, শ্রাবণী সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।