ধর্মনগরে চার বাংলাদেশি নাগরিক আটক
পিএনসি, ধর্মনগর।
বরাক তরঙ্গ, ৭ সেপ্টেম্বর : চার বাংলাদেশি নাগরিকে গ্রেফতার করেছে ধর্মনগর পুলিশ। জানা যায়, ওই চারজন বাংলাদেশ থেকে কৈলাশহর হয়ে সীমান্ত পেরিয়ে কুমারঘাটে এসেছিলেন। সারারাত তারা অটোরিকশায় করে কুমারঘাটে ঘুরে বেড়ায়। শনিবার সকালে ধর্মনগর এলআইসি অফিসের সামনে টহলরত পুলিশের এই চারজনকে দেখে স্বাভাবিকভাবেই তাদের সন্দেহ জাগে। জিজ্ঞাসাবাদে তাঁরা যে চার বাংলাদেশিই তা, বেরিয়ে আসে। ঢাকা, বাংলাদেশ থেকে রুবেল নামে এক ব্যক্তি চাকরিতে যোগদানের কথা বলে তাদের বেঙ্গালুরু পাঠান।
গ্রেফতারকৃতরা হলেন মুরালগঞ্জের মোহাম্মদ হানিফ (৫০), গোপাল পানির মোহাম্মদ ইউসুফ আলি (৩৫), জামালটিলার পারুল বেগম ও জামিয়া টিলার জেসমিন আক্তার। ধর্মনগর থানা পুলিশ ওই চার বাংলাদেশিকে আটক করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আদালতে প্রেরণ করেছে। বাংলাদেশের পরিস্থিতি খারাপ হওয়ায় প্রায় প্রতিদিনই মানুষ কাজের জন্য ভারতে প্রবেশ করছে।