হাইলাকান্দি রোটারি ক্লাবের ন্যাশন বিল্ডার পুরস্কার পেলেন ১০ জন শিক্ষক-শিক্ষিকা
বরাক তরঙ্গ, ৬ সেপ্টেম্বর : প্রতিবছরের মত এবার ও হাইলাকান্দি রোটারি ক্লাবের পক্ষ থেকে লিটারেসি মান্থ উপলক্ষে গত ৫ সেপ্টেম্বর জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে হাইলাকান্দি জেলার বিভিন্ন সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ১০ জন শিক্ষক শিক্ষিকা কে ন্যাশন বিল্ডার পুরষ্কার প্রদান করা হয়।
এদিন সন্ধ্যায় হাইলাকান্দি রোটারি ক্লাব প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত সভার আয়োজন করা হয়। এতে পৌরোহিত্য করেন ক্লাব সভাপতি বিভাভূষণ চক্রবর্তী। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন অতিরিক্ত জেলা আয়ুক্ত ত্রিদিব রায় সহ প্রাক্তন সভাপতি সমীরণ পাল, ক্লাব লিটেরেসি চেয়ারম্যান বিজয়িনী ভট্টাচার্য, সম্পাদক ইন্দ্রনীল চক্রবর্তী, প্রাক্তন সম্পাদক লুৎফর রহমান বড়ভূইয়া সহ উপস্থিত শিক্ষক শিক্ষিকা গন। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন প্রাক্তন সভাপতি শংকর চৌধুরী। স্বাগত বক্তব্য তথা শিক্ষক দিবসের প্রেক্ষাপটে রাখেন সম্পাদক ইন্দ্রনীল চক্রবর্তী। রোটারির লিটারেসি মান্থ এর প্রাসঙ্গিকতা নিয়ে বক্তব্য রাখেন প্রাক্তন সভাপতি তথা লিটেরেসি চেয়ারম্যান বিজয়িনী ভট্টাচার্য। তিনি বলেন রোটারি ক্লাব শিক্ষক দিবসের এই অনুষ্ঠান আয়োজন করে আসছে প্রতিবছর। এবছর ফের ন্যাশন বিল্ডার অ্যাওয়ার্ড আন্তর্জাতিক রোটারি ক্লাবের ঐতিহাসিক প্রেক্ষাপটে বক্তব্য রাখেন শংকর চৌধুরী।
এছাড়াও মুখ্য অতিথি এডিসি ত্রিদিব রায় বলেন হাইলাকান্দি জেলায় রোটারি ক্লাব বিভিন্ন জনকল্যাণে কাজ করছে। এজন্য তিনি শিক্ষা বিভাগের জন্য আরও কাজকরার জন্য উৎসাহিত করেন। একই সঙ্গে ন্যাশন বিল্ডার পুরষ্কারের পদ্ধতির ও প্রশংসা করেন।প্রসঙ্গত রোটারি ইণ্ডিয়া লিটারেসি মিশন যেভাবে সাক্ষরতা অভিযান কার্যসূচী শুরু করেছে এর সুফল হাইলাকান্দি জেলাতে ও বিস্তার হচ্ছে শুনে খুশি ব্যাক্ত করেন।
এরপর প্রতিজন শিক্ষক দের সাথে পরিচয় করিয়ে দেন ক্লাব সম্পাদক ইন্দ্রনীল চক্রবর্তী। এবং মুখ্য অতিথি সহ সবাই কৃতি শিক্ষক শিক্ষিকা দের রোটারির বিশেষ উত্তরীয় এবং প্রশংসা পত্র প্রদান করেন। পুরষ্কার প্রদান করা হয় হাইলাকান্দি শহরের গ্রেহাম মধ্যবঙ্গ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ঝুৃমকা পাল, কাটলিছড়া জিসিআরবি ম্যামরিয়েল এমভি স্কুলের সহকারী শিক্ষক পার্থবিজয় মালাকার, মণিপুর আদর্শ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জয়ন্ত কুমার গোপ, ঘাড়মুড়া কালীবাড়ি হাইস্কুলের সহকারী শিক্ষিকা শর্মিষ্ঠা দে, কৈয়া মডেল হাইস্কুলের সহকারী শিক্ষক মনোজ পাণ্ডে, মণিপুর হাইস্কুলের সহকারী শিক্ষক সুদীপ নাগ, সুলতানি কস্তুরবা গান্ধী আবাসিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আফরিন মেহফুজ মজুমদার, কাটলিছড়া চার্লমার্স হাইয়ার সেকেন্ডারি স্কুলের সহকারী শিক্ষিকা পাসেতলেই সিনহা, উজানকূপা এম ই স্কুলের সহকারী শিক্ষক সাদিক আহমেদ লস্কর এবং লক্ষীনগর মডেল হাইস্কুলের সহকারী শিক্ষিকা ফিরোজা আক্তার লস্কর। শিক্ষক শিক্ষারা ও রোটারির এই পুরস্কার তাদের উজ্জীবিত করবে বলে জানান।
ক্লাব সভাপতি বিভাভূষণ চক্রবর্তী শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন এটা তাদের জন্য এক সৌভাগ্যের ব্যাপার। আগামী দিনে ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশুদের মধ্যে স্বাস্থ্য সম্পর্কীয় সচেতনতা, সেল্ফ ডিফেন্স, হ্যান্ড ওয়াশিং সচেতনা, হ্যাপি স্কুল প্রকল্প, কুইজ, বিতর্ক ইত্যাদি প্রতিযোগিতা আয়োজন করার ও প্রতিশ্রুতি দেন।