ভাগায় লায়লাপুরের ফুটবলার ও সমর্থকদের উপর হামলা, আহত অন্তত কুড়িজন

বরাক তরঙ্গ, ৫ সেপ্টেম্বর : ভাগা বাজারে ফুটবলার ও সমর্থকদের উপর হামলা চালালো এক দল দুষ্কৃতি। হামলায় আহত অন্তত কুড়ি জন। এরমধ্যে ২জনের অবস্থা সঙ্কটজনক। জানা যায়, বুধবার মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমি ফাইনাল শেষে লায়লাপুরের নাজিয়া এন্টারপ্রাইজ এর দল বাড়ি ফিরার পথে ভাগা বাজারে পৌঁছাতেই একদল দুষ্কৃতি তাদের উপর পাথরবাজি শুরু করে।চালকের মাথায় পাথর লাগলে  নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ম্যাজিক ট্রাকটি পাল্টি খায়। ট্রাকে থাকা খেলোয়াড় সহ সমর্থকরা গুরুতর আহত হন। এক ফুটবলারের পা ভেঙেছে বলে জানা যায়।

ভাগায় লায়লাপুরের ফুটবলার ও সমর্থকদের উপর হামলা, আহত অন্তত কুড়িজন

এদিকে, ধলাইয়ের প্রতিবেদক জানান, গত ৩১ আগস্ট মাতৃভূমি ফুটবল টুর্নামেন্টে লায়লাপুরের নাজিয়া এন্টারপ্রাইজ এর কাছে ভাগা বাজারের এআর ভাগা দলটি পরাজয় হলে নাজিয়ার সমর্থকরা বাজারে ব্যাপক হারে পটকা ফাটিয়ে আনন্দ উল্লাসে মাতিয়ে উঠেন। বুধবার সেমি ফাইনালে নাজিয়া হেরে যাওয়ায় এআর দলের সমর্থকরা প্রতিশোধ নিতে ভাগা বাজারে প্রায় লক্ষাধিক টাকার পটকা ফাটালে এক অদ্ভুত পরিস্থিতি সৃষ্টি হয়। পটকার ধুয়োয় এক পর্যায়ে যানবাহন বন্ধ হয়ে যায়। সেসময় নাজিয়ার খেলোয়াড় ও সমর্থকদের প্রায় দশটি ম্যাজিক ট্রাক পৌঁছে। কয়েকটি ট্রাক ধুয়োর মধ্যে পার হয়ে যায়। একটি ম্যাজিক ট্রাক এআর সমর্থকদের দিকে স্টিয়ারিং ধরলে ক্ষেপে যান। এবং কয়েকজন সমর্থক পাল্টা ধাওয়া করলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে যায়। এতে অন্তত কুড়িজন আহত হন। এরমধ্যেই নাজিয়ার কর্ণধারের পা ভেঙে যায়। আরেক জনের হাত ভেঙেছে। এনিয়ে চাপা উত্তেজনা বিরাজ করছিল। বৃহস্পতিবার সকালে দুই গ্রামের বিশিষ্ট নাগরিকরা শান্তি বিঘ্নিত না ঘটে সেজন্য বৈঠকে বসছেন বলে জানা গেছে। দোষীদের শনাক্ত করে  কঠোর শাস্তি দেওয়ার পদক্ষেপ নেওয়া হবে বলেও জানা যায়।

ভাগায় লায়লাপুরের ফুটবলার ও সমর্থকদের উপর হামলা, আহত অন্তত কুড়িজন
ভাগায় লায়লাপুরের ফুটবলার ও সমর্থকদের উপর হামলা, আহত অন্তত কুড়িজন

Author

Spread the News