সোনাই এনজি স্কুল সরলে রক্ত ঝরবে : আমিনুল হক
নিপ্পু লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ৪ সেপ্টেম্বর : সোনাই এনজি হায়ার সেকেন্ডারি স্কুল সরলে রক্ত ঝরবে। হুমকির সুরে জানালেন সোনাইয়ের প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর। বুধবার বাড়িতে এক সাংবাদিক বৈঠক ডেকে লস্কর বলেন, এনজি স্কুল সরিয়ে শপিং মল করার প্রস্তাব নিয়ে সোনাই বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়া মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হন। তা-ও আবার মিথ্যার আশ্রয় নিয়ে। স্কুলকে ধ্বংস করতে মরিয়া হয়ে উঠেছেন বিধায়ক। আমিনুল হক বলেন, মুখ্যমন্ত্রীকে যে পত্র দিয়েছেন সেখানে তিনি উল্লেখ করেন ভুবন তীর্থে যাওয়ার রাস্তাটি স্কুলের মাঝে রয়েছে। এবং সেখান থেকে স্কুলটি সরিয়ে সস্থলে শপিং মল করলে পুরসভাও লাভবান হবে। এবং তুলারগ্রামে জলসেচের পরিত্যক্ত জমি রয়েছে সেখানে স্কুলটি স্থানান্তর করা হোক। এর আগে তিনি জেলা আয়ুক্তকে পত্র দেন। জেলা আয়ুক্ত শিক্ষা বিভাগের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা আয়ুক্তের কাছে পাঠান। অতিরিক্ত জেলা আয়ুক্ত জলসেচ বিভাগের কাছে জমি বিষয়ে জানতে চাইলে বিভাগ জানায় তাদের নয় বিঘার মতো জমি রয়েছে। এরমধ্যে দেড় বিঘা রয়েছে বন বিভাগের কার্যালয়ের সামনে। বাকি জমিতে পাঁচ বিঘা ব্যবহার করা হচ্ছে। তাহলে স্কুল নির্মাণের জমি কোথায় প্রশ্ন তুলেন আমিনুল হক লস্কর।
তিনি ময়ীনুল হক চৌধুরী থেকে শুরু করে প্রতিজন বিধায়কের অবদান তুলে ধরে বলেন, সোনাইর শিক্ষা প্রসারে কাজ করেছেন। কিন্তু বর্তমান বিধায়ক শিক্ষাকে ধ্বংস করছেন। তাঁদের প্রচেষ্টায় এক সময় সোনাই কেন্দ্র এডুকেশনাল হাব হিসাবে পরিচিত ছিল। বর্তমান বিধায়কের কার্যকালে বিধানসভা ডিলিমিশনের ফলে আসাম বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে নিট, ভেটেনারি কলেজ সব উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান অন্য কেন্দে চলে গেছে। ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে একমাত্র সোনাই এনজি স্কুল রয়েছে সোনাইতে। আর সেটা সরিয়ে নেওয়ার চক্রান্তে লিপ্ত হয়েছেন বিধায়ক। এর পেছনে ব্যক্তিগত স্বার্থ রয়েছে বলে মনে করেন তিনি। তিনি জোর গলায় বলেন সোনাই শুভবুদ্ধিসম্পন্ন জনতা ও স্কুলের পড়ুয়ারা প্রাণ দিয়ে স্কুল রক্ষা করবেন। এ দিন সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন বাবুল আহমেদ বড়ভূইয়া, দক্ষিন সৈদপুর জিপির সভাপতি তাহের বড়ভূইয়া, নগদিরগ্রাম জিপির প্রাক্তন এপি সদস্য মঞ্জু মজুমদার, সোনাই জিপির প্রাক্তন এপি সদস্য এনামুল হক, সাহাজান আহমেদ লস্কর, আলম হোসেন চৌধুরী, সাইদ লস্কর প্রমুখ।