সংসার করার আগেই স্ত্রীকে কুপিয়ে খুন, গ্রেফতার যুবক

৩ সেপ্টেম্বর : বিয়ের ছ’মাস পর স্ত্রী’কে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করল ২১ বছরের যুবক। গাড়িতে স্ত্রীর রক্তাক্ত দেহ ফেলে রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল সে। সেই সময়েই তাকে গ্রেফতার করল পুলিশ। জেরায় স্ত্রীকে খুনের ঘটনাটি স্বীকার করে নেয় সে।

সোমবার পুলিশ সূত্রে খবর, রবিবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে ওয়েস্ট দিল্লির রাজৌরি গার্ডেন এলাকায়। মার্চ মাসে যুবতীর সঙ্গে লুকিয়ে বিয়ে করেছিল যুবক। বিয়ের পর যে যার বাড়িতেই থাকতেন। এমনকী পরিবারকেও বিয়ের কথা তাঁরা জানাননি। বিয়ের পর নিয়মিত দেখাও হত না। মাঝে মাঝে সুযোগ পেলে দুজনে দেখা করতেন। রবিবার রাতে দুইজনেই গাড়ির মধ্যে বসে গল্প করছিলেন। সেই সময় একসঙ্গে থাকার পরিকল্পনা করতে করতে দুইজনের মধ্যে বচসা হয়।

ঘাতক যুবক পুলিশকে জানিয়েছে, গাড়িতে গল্প করতে করতেই দুইজনের মধ্যে ঝামেলা হয়। তারপর ধারাল অস্ত্র দিয়ে স্ত্রী’কে খুন করেছে সে। গাড়িটি ওই এলাকায় ফেলে রেখে পালিয়ে যাচ্ছিল সে। আচমকা এক কনস্টেবল তাকে খালি গায়ে ঘুরতে দেখে সন্দেহের বশে পাকড়াও করে থানায় নিয়ে আসে। পুলিশি জেরায় স্ত্রী’কে খুনের ঘটনাটি স্বীকার করেছে সে। নেপথ্যে আর কোনও কারণ ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। খুনের ঘটনায় যুবকের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।
খবর : আজকাল ডট ইন। 

সংসার করার আগেই স্ত্রীকে কুপিয়ে খুন, গ্রেফতার যুবক
সংসার করার আগেই স্ত্রীকে কুপিয়ে খুন, গ্রেফতার যুবক

Author

Spread the News