তেজপুরের অতিরিক্ত জেলা বিচারককে বরখাস্ত হাইকোর্টের

বরাক তরঙ্গ, ২ সেপ্টেম্বর : গৌহাটি হাইকোর্টের এক নির্দেশনায় তেজপুরের অতিরিক্ত জেলা ও সত্র বিচারক রঞ্জু মেধিকে বরখাস্ত করেছে। চিঠিতে স্বাক্ষর করেছেন আদালতের রেজিস্ট্রার এবং ভিজিল্যান্স ছত্রভূষণ গগৈর স্বাক্ষর করা পত্রে No.HC.XV.10/2024/82/RV, অতিরিক্ত জেলা ও সতরা জজ (বিশেষ বিচারক POCSO, শোণিতপুর, তেজপুর) রঞ্জু মেধিকে বিভাগীয় তদন্তের জন্য বরখাস্ত করা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে তদন্ত চলাকালীন তিনি তেজপুরে থাকতে পারবেন কিন্তু হাইকোর্টের অনুমতি ছাড়া তেজপুর ছেড়ে যেতে পারবেন না। বরখাস্তের সময় অতিরিক্ত জেলা ও সত্র বিচারক হিসেবে কাজ করবেন শোণিতপুরের জেলা ও সত্র বিচারক।

তবে কেন বিচারপতি রঞ্জু মেধীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে তা চিঠিতে উল্লেখ করা হয়নি। একইভাবে এখন পর্যন্ত কোনও তথ্য পাওয়া যায়নি। তবে, তেজপুরের গুজব অনুসারে, তার বিরুদ্ধে POCSO মামলায় ঘুষ নেওয়ার অভিযোগও রয়েছে।

গৌহাটি হাইকোর্টের রেজিস্ট্রার ছত্রভূষণ গগৈ ভিজিলেন্স হিসেবে তেজপুরে উপস্থিত হন। সোমবার বিচারপতি রঞ্জু মেধিকে সাসপেন্ড করেছে গৌহাটি হাইকোর্ট। তাই বিচারপতি রঞ্জু মেধিকে বরখাস্ত করায় গোটা জেলায় প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

তেজপুরের অতিরিক্ত জেলা বিচারককে বরখাস্ত হাইকোর্টের
তেজপুরের অতিরিক্ত জেলা বিচারককে বরখাস্ত হাইকোর্টের
Spread the News
error: Content is protected !!