দুই সন্তানকে বুকে নিয়ে জওয়ানের স্ত্রীর ব্রহ্মপুত্রে ঝাঁপ, নিখোঁজ

বরাক তরঙ্গ, ২ সেপ্টেম্বর : বরবরুয়ার বগিবিলে মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটল। সেনা জওয়ানের স্ত্রী তার দুই সন্তানকে বুকে নিয়ে ব্রহ্মপুত্রে ঝাঁপ দিয়েছেন। এসডিআরএফ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।

মা ও দুই সন্তান এখনও নিখোঁজ রয়েছে। জানা গেছে, নিখোঁজ মহিলা মহারাষ্ট্রের ভারতীয় সেনা জওয়ান উদ গিরির স্ত্রী পুনম গিরি। উদ গিরি কর্মসূত্রে চিলাপাথরে রয়েছেন।

গত এপ্রিল থেকে স্বামী-স্ত্রী তাদের দুই সন্তানকে নিয়ে চিলাপথের ভারতীয় সেনা ক্যাম্পে বসবাস করছিলেন।

দুই সন্তানকে বুকে নিয়ে জওয়ানের স্ত্রীর ব্রহ্মপুত্রে ঝাঁপ, নিখোঁজ
দুই সন্তানকে বুকে নিয়ে জওয়ানের স্ত্রীর ব্রহ্মপুত্রে ঝাঁপ, নিখোঁজ

Author

Spread the News