পাথারকান্দির কৃতী পড়ুয়া শারমিনাকে সংবর্ধনা হলি চিলড্রেন স্কুল কর্তৃপক্ষের

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ২৮ আগস্ট : আসাম বিশ্ববিদ্যালয়ের অধীন এবারের স্নাতক চূড়ান্ত বর্ষের পরীক্ষায় প্রাণী বিদ্যায় অনার্স কোর্সে সবোর্চ্চ নম্বর পাওয়া পাথারকান্দি কলেজের ছাত্রী শারমিনা পারভিনকে সংবর্ধনা দিল পাথারকান্দি হলি চিলড্রেন সেকেন্ডারি স্কুল কর্তৃপক্ষ। এ উপলক্ষে বুধবার স্কুলের প্রাতঃসভায় রীতিমত তাঁকে আমন্ত্রণ জানিয়ে আনুষ্ঠানিক ভাবে সংবর্ধিত করলেন স্কুলের চেয়ারম্যান এম হক, অধ্যক্ষ প্রশান্ত রাজকুমার, এসওডি তথা মডেল এইচএস স্কুলের অবসরপ্রাপ্ত বিষয় শিক্ষক গোপালচন্দ্র দাস প্রমুখ। স্কুলে উপস্থিত প্রায় সহস্রাধিক পড়ুয়াদের সামনে তারা পৃথক পৃথকভাবে এই কৃতী পড়ুয়াকে গামছা, সম্মাননাপত্র সহ ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানান।

পাথারকান্দির কৃতী পড়ুয়া শারমিনাকে সংবর্ধনা হলি চিলড্রেন স্কুল কর্তৃপক্ষের

কৃতী পড়ুয়া শারমিনা তাঁর বক্তব্যে এই স্কুল সহ স্কুলের প্রতিজন শিক্ষাগুরুর অবদানের ভূয়সী প্রশংসা করে। পাশাপাশি শারমিনার বাবা আব্দুল কাইয়ুম মেয়ের এই ফলাফলে গর্ববোধ করেন সেইসঙ্গে তিনি এই স্কুলের প্রতিজন শিক্ষার্থীর সোনালী উজ্জ্বল ভবিষৎ জীবন কামনা করেন। বক্তব্য রাখেন স্কুল চেয়ারম্যান এম হক। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহ-অধ্যক্ষ দিলীপ কুমার রায়।

উল্লেখ্য, শারমিনা পারভিন ২০১৭ সালে এই স্কুল থেকেই সে মাধ্যমিক পরীক্ষায় উল্লেখযোগ্য ফলাফল করেই পরবর্তীতে পাথারকান্দি কলেজে ভর্তি হয়।

পাথারকান্দির কৃতী পড়ুয়া শারমিনাকে সংবর্ধনা হলি চিলড্রেন স্কুল কর্তৃপক্ষের
পাথারকান্দির কৃতী পড়ুয়া শারমিনাকে সংবর্ধনা হলি চিলড্রেন স্কুল কর্তৃপক্ষের

Author

Spread the News