মিঞা খেদাও আন্দোলন, উদ্বেগ হারাণ দে-র

বরাক তরঙ্গ, ২৮ আগস্ট : কয়েকটি সংগঠন ও লাচিত সেনার শৃঙ্খল চলিহা আপার অসম থেকে মিঞা খেদাও আন্দোলনের ডাক দেওয়ায় উত্তরপূর্ব ভিত্তিক সামাজিক সংগঠন ড এপিজে আব্দুল কালাম ডেভলপমেন্ট ফোরাম উদ্বেগ প্রকাশ করেছে। এই মর্মে ফোরামের সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক হারাণ দে এক বিবৃতি প্রকাশ করে সংগঠন কয়েকটির এধরনের মনোভাবের জন্য তাঁদের নিন্দা জানান এবং বলেন যে ধিঙের ঘটনার জন্য সমগ্র মুসলিম সমাজকে কাঠগড়ায় দাঁড় করানো উচিত নয়। আর বাংলায় কথা বললে কারও ওপর বাংলাদেশি তকমা সেঁটে দেওয়াও ঠিক নয়। আপার অসমে কোনও বাংলাদেশি থাকলে এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন।

কোনও বেসরকারি সংগঠন এবিষয়ে আইন হাতে নিতে পারে না বলে হারাণবাবু বলেন। আর ভারতীয় নাগরিকরা দেশের যেকোনো জায়গায় বসবাস করতে পারে  এবং এতে বেসরকারি সংগঠন গুলো হৈচৈ লাগাতে পারে না। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন আপার অসমের কিছু অদূরদর্শী সংগঠনের এধরনের আচরণ বাংলাদেশে প্রভাব ফেলতে পারে এবং ওই দেশে হিন্দুরা এর শিকার হতে পারেন।

মিঞা খেদাও আন্দোলন, উদ্বেগ হারাণ দে-র
মিঞা খেদাও আন্দোলন, উদ্বেগ হারাণ দে-র

Author

Spread the News