নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ও সাহিত্য বিষয়ক আলোচনায় সম্পন্ন হল জ্যোতির্গময়‌ পূর্ব দিগন্ত উৎসব

বরাক তরঙ্গ, ৩১ জুলাই : বরাক নতুন দিগন্ত প্রকাশনী ও পশ্চিমবঙ্গের বিখ্যাত লেখকদের সংঘটন রাইটার্স ওয়ার্ল্ডের যৌথ ব্যবস্থাপনায় শিলচরে আয়োজিত হওয়া তিন দিনব্যাপী জ্যোতির্গময় পূর্ব দিগন্ত সাহিত্য উৎসবের সমাপ্তি ঘটে আসাম বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগে। সেদিন পদার্থ বিজ্ঞান বিভাগের সভাকক্ষে পশ্চিম বঙ্গ থেকে আগত কবি-লেখক ও সঙ্গীত শিল্পীদের উপস্থিতি সঙ্গীত ও কবিতা সহ সাহিত্য বিষয়ক আলোচনার অনুষ্ঠান চলে,এতে সঙ্গীত পরিবেশন করেন পারফর্মিং আর্টের সহকারী অধ্যাপক জগন্নাথ বর্মন।স্বাগত বক্তব্যে নতুন দিগন্ত প্রকাশনীর স্বর্তাধিকারী তথা লেখক-কবি -প্রকাশক ও সম্পাদক মিতা দাস পুরকায়স্থ বলেন,এই তিন দিনের অনুষ্ঠানের মাধ্যমে প্রচুর সাহিত্য বিষয়ক অজানা তথ্য খুঁজে পাওয়া যায় এবং উপস্থিত যারা কলিকাতার ও বরাকের লেখক – কবি ও‌ প্রাবন্ধিক উভয়েই একে-অপরের সঙ্গে পরিচিত ঘটে,জানতে পারেন একে-অপরের প্রতি অবগত হন।‌তারপর হিফজুর রহমান লস্করের গ্রন্থ’ইসলামিক ফিলোসফি অফ এডুকেশন’পুস্তকটি উপস্থিত অতিথিদের হাত দিয়ে উন্মোচিত হয়,সেই সঙ্গে উপস্থিত কবি-সাহিত্যিকেরা স্বচরিত কবিতা ও গল্প পাঠ করেন। এছাড়াও স্বচরিত কবিতা পাঠ করেন আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র ইস্পিতা দেব, শ্রাবণী নাথ, সুস্মিতা চক্রবর্তী, অনুপম পাল বরুন দাস, সঙ্গীত পরিবেশনে ছিলেন শ্রাবণী সরকার। বাংলা ভাষা ও বর্তমান ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন রাজীব ঘাঁটি অসিত সাহা। বাংলা ভাষা ও গন্থ প্রকাশ নিয়ে বক্তব্য পেশ করেন স্বপন ভট্টাচার্য্য।বাংলা ভাষা ও সংস্কৃতি এবং সাহিত্যচর্চা নিয়ে বক্তব্য পেশ করেন অধ্যাপক বরুণ জ্যোতি চৌধুরী ও রাইটার্স ওয়ার্ল্ডের সম্পাদক সুরঙ্গমা ভট্টাচার্য। আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক বরুণজ্যোতি চৌধুরী স্বচরিত কবিতা পাঠ করেন।

নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ও সাহিত্য বিষয়ক আলোচনায় সম্পন্ন হল জ্যোতির্গময়‌ পূর্ব দিগন্ত উৎসব

এছাড়াও উপস্থিত ছিলেন কবি-সাংবাদিক মৃদুলা ভট্টাচার্য ও কস্তুরী হোম চৌধুরী শ্রাবণী সরকার, রাইটার্স ওয়ার্ল্ডের সভাপতি স্বপন ভট্টাচার্য, সম্পাদক সুরঙ্গমা ভট্টাচার্য, নীলম গঙ্গোপাধ্যায়, আয়েশা খাতুন, মধুমিতা গঙ্গোপাধ্যায়, সুমিতাব ঘোষাল, রাজীব ঘাঁটি, দেবাশিস বন্দ্যোপাধ্যায়, অনিক রুদ্র, রিতা মিত্র, নুরুল ইসলাম, কানাইলাল জানা, অসিত সাহা, বিপ্লব চক্রবর্তী প্রমুখ তিন দিনব্যাপী সমাপনী অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন নতুন দিগন্ত প্রকাশনীর মিতা দাস পুরকায়স্থ। উপস্থিত বরাক ও পশ্চিমবঙ্গের কবি-লেখকেরা কবি-লেখক -প্রকাশক ও সম্পাদক মিতা দাস পুরকায়স্থের এই রকম মনোরম সাহিত্য বিষয়ক অনুষ্ঠানের আয়োজন করার জন্য উনার ভৃয়াসী প্রসংশা ও শ্রীবৃদ্ধি কামনা করেন।

Author

Spread the News