ঢাকা মেডিক্যালের সামনে নারী মুক্তির মৌন অবস্থানে বাধা পুলিশের
৩০ জুলাই : ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনে অভিভাবকদের মৌন অবস্থানে বাধা দিয়েছে পুলিশ। বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের ব্যানারে তারা এখানে দাঁড়াতে চাইলে তাদের সরিয়ে দেওয়া হয়। মঙ্গলবার বেলা পৌনে ১১টায় ঢামেকের প্রশাসনিক ব্লকের প্রধান ফটকের সামনে দাঁড়াতে চাইলে বাধার মুখে পড়েন তারা।
বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত বলেন, আমরা রাস্তায় দাঁড়াতে চেয়েছিলাম কিন্তু পুলিশ আমাদেরকে দাঁড়াতেই দেয়নি। আমরা আমাদের সন্তানদের হত্যার বিচার চাই। যারা হত্যা করেছে তাদের বিচার চাই। বাংলাদেশের যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। যাদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, তাদের মামলা প্রত্যাহার করতে হবে। যাদেরকে আটক করা হয়েছে, তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে। খবর : দৈনিক ইনক্লাব পত্রিকা।