২৪ জানুয়ারি : মেগা টুর্নামেন্ট শুরুর আগেই বড়সড় ধাক্কা খেল বাংলাদেশ ক্রিকেট। ভারত সফরে আপত্তির জেরে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নাম বাদ পড়ল বাংলাদেশের। শনিবার বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি (ICC) আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে, বাংলাদেশের পরিবর্তে এই টুর্নামেন্টে অংশ নেবে স্কটল্যান্ড। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে কুড়ি ওভারের এই বিশ্বযুদ্ধ।
ভারত সফর নিয়ে টানাপোড়েন
সূত্রের খবর, নিরাপত্তাজনিত কারণ বা অন্য কোনো অজুহাতে ভারত সফরে অনীহা প্রকাশ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB)। তারা আইসিসি-র কাছে অনুরোধ জানিয়েছিল যাতে তাদের ম্যাচগুলি ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় স্থানান্তরিত করা হয়। উল্লেখ্য, হাইব্রিড মডেলে শ্রীলঙ্কাও এই বিশ্বকাপের অন্যতম সহ-আয়োজক। কিন্তু চলতি সপ্তাহের শুরুতেই বাংলাদেশের সেই দাবি সরাসরি খারিজ করে দেয় আইসিসি। ভারতের মাটিতে খেলতে রাজি না হওয়ায় শেষ পর্যন্ত তাদের টুর্নামেন্ট থেকেই সরিয়ে দেওয়ার চরম সিদ্ধান্ত নেওয়া হল।
গ্রুপ সি-তে নতুন সমীকরণ
বাংলাদেশের বিদায়ে কপাল খুলল স্কটল্যান্ডের। তারা এখন গ্রুপ ‘সি’-তে জায়গা করে নিল। এই গ্রুপে স্কটল্যান্ড ছাড়াও রয়েছে:
• ইংল্যান্ড
• ওয়েস্ট ইন্ডিজ
• ইতালি
• নেপাল
বিশ্বকাপের মতো মঞ্চে একটি পূর্ণ সদস্য দেশকে এভাবে বাদ দেওয়ার ঘটনা বিরল। আইসিসি স্পষ্ট করে দিয়েছে যে, টুর্নামেন্টের সূচি এবং ভেন্যু নিয়ে কোনো আপস করা হবে না। অন্যদিকে, স্কটল্যান্ড এই অপ্রত্যাশিত সুযোগ পেয়ে তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। এই ঘটনার ফলে ভারত ও বাংলাদেশ— দুই প্রতিবেশী দেশের ক্রিকেটীয় সম্পর্কে কোনো প্রভাব পড়বে কি না, তা নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে বিশেষজ্ঞ মহলে।



