বরাক তরঙ্গ, ২৪ জানুয়ারি : রাজ্যে ফের ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। রাত ১০টা ৮ মিনিটে ভূমিকম্পের কম্পন অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.১। গুয়াহাটি সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে ভূমিকম্পের কম্পন অনুভূত হয়।
কোকরাঝাড় ও গোয়ালপাড়ায়ও কম্পন অনুভূত হয়েছে। নিম্ন অসমের একাধিক জেলায় ভূমিকম্পের প্রভাব অনুভূত হয়। এছাড়া মেঘালয়, ভুটান এবং বাংলাদেশেও কম্পন অনুভূত হয়েছে।



