প্যারিসে প্রথম সোনা চিনের হাতেই
২৭ জুলাই : ২০২৪ প্যারিস অলিম্পিকের প্রথম সোনা গেল চিনের খাতায়। ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড টিম ইভেন্টের ফাইনাল ম্যাচে চিন ১৬-১২ ব্যবধানে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্যারিস অলিম্পিক্সের প্রথম সোনার মালিক হল।
সোনা জিতলেন হুয়াং ইয়ুটিং ও শেং লিহাও। ইয়ুতিংয়ের বয়স ১৯ বছর এবং শেংয়ের বয়স মাত্র ১৭। বাছাইপর্বেও শীর্ষে ছিল এই জুটি। ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড টিমের ফাইনালে প্রবেশ করতে পারেনি ভারতের ২ গ্রুপ।