পাথারকান্দিতে চক্ষু পরীক্ষা শিবিরে ব্যাপক সাড়া

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ২৪ জানুয়ারি : পাথারকান্দির ভুবরিঘাটে ভারতীয় রেডক্রস সোসাইটি, করিমগঞ্জ জেলা শাখা ও ভুবরিঘাট হিন্দু মিলন মন্দিরের যৌথ ব্যবস্থাপনায় এবং জেলা অন্ধত্ব নিবারণ সমিতির সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হয় বিনামূল্যের চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন সনাক্তকরণ শিবির। শনিবার হিন্দু মিলন মন্দির প্রাঙ্গণে সকাল থেকেই শিবিরে এলাকার সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। এই শিবিরে মোট ৯১ জন নারী-পুরুষের চক্ষু পরীক্ষা করা হয় এবং প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর গুরুতর সমস্যায় আক্রান্ত রোগীদের মধ্যে থেকে মোট ৩০ জনকে আগামী ২৯ জানুয়ারি করিমগঞ্জ রেডক্রস হাসপাতালে বিনামূল্যে চক্ষু (ছানি) অপারেশনের জন্য মনোনীত করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অপারেশনের পর সংশ্লিষ্ট রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে চশমা প্রদান করা হবে, যাতে তারা পরবর্তী জীবনে স্বাভাবিক দৃষ্টিশক্তি নিয়ে দৈনন্দিন কাজকর্ম চালিয়ে যেতে পারেন।

শিবিরে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে উপস্থিত ডাঃ সঞ্জীবকুমার দাস ও ডাঃ বিশ্বজিত নাথ সমাজপতি। তাঁদের দক্ষতা, আন্তরিকতা ও মানবিক ব্যবহারে রোগীরা যথেষ্ট উপকৃত হন বলে জানিয়েছেন স্থানীয়রা। করিমগঞ্জ রেডক্রস সোসাইটির পক্ষ থেকে শিবির পরিচালনায় সক্রিয়ভাবে উপস্থিত ছিলেন রেডক্রসের প্রোগ্রাম কো-অর্ডিনেটর দিব্যজ্যোতি দাস, সিদ্ধার্থ শেখর পাল চৌধুরী সহ অন্যান্য সদস্যবৃন্দ। পাশাপাশি ভুবরীঘাট হিন্দু মিলন মন্দিরেরস্বেচ্ছাসেবকদের সার্বিক সহযোগিতায় শিবিরটি অত্যন্ত সুশৃঙ্খল ও সাফল্যের সঙ্গে পরিচালিত হয়।শিবিরের সার্বিক সাফল্যে সন্তোষ প্রকাশ করে আয়োজকদের পক্ষ থেকে হিন্দু মিলন মন্দিরের স্বেচ্ছাসেবক, চিকিৎসক দল এবং সহযোগী সংস্থাগুলোর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। এই ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন উদ্যোক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *