তিন ঘণ্টা কার্ফু শিতিল, মৃত্যু বেড়ে ১৭৪
২২ জুলাই : বাংলাদেশে গত পাঁচদিনে কোটা বিরোধী আন্দোলনে হিংসার জেরে মৃত্যু হয়েছে মোট ১৭৪ জনের। প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী, রবিবারও বাংলাদেশে ১৯ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যু হয়েছে ৭ জনের। এদিকে গতকাল কোটা ইস্যুতে সুপ্রিম কোর্টের রায় কার্যত আন্দোলনকারীদের পক্ষেই ছিল।
তবে এরপরও আন্দোলন ও হিংসা জারি থাকায় আপাতত কার্ফু প্রত্যাহারের পথে হাঁটছে না হাসিনা সরকার। তবে সোমবার বাংলাদেশি সময় দুপুর ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত কার্ফু শিথিল রাখার সিদ্ধান্তের কথা জানান সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রী। এর আগে রবিবার মাত্র ২ ঘণ্টার জন্যে কার্ফু শিথিল হয়ছিল। সেই সময় আজ কিছুটা বাড়ানো হল।
অবশ্য স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মঙ্গলবার থেকে ঢাকা জেলা, নারায়ণগঞ্জ, নরসিংদী ও গাজীপুরের কার্ফুর বিষয়ে সিদ্ধান্ত নেবে স্বরাষ্ট্র মন্ত্রক। তবে বাকি জেলায় স্থানীয় জেলা প্রশাসন সেই সংক্রান্ত সিদ্ধান্ত নিতে পারবে। এর জন্যে প্রতিদিন সকাল ৮টায় বৈঠক করবেন সংশ্লিষ্ট জেলার ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপারসহ আইনশৃঙ্খলা বাহিনীর আধিকারিকরা। পরিস্থিতি পর্যালোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে এরপর।