চিকিৎসার কাছে হার মানল দুর্ঘটনায় আহত  কালাইনের ষষ্ঠ শ্রেণির পড়ুয়া শেখর

বরাক তরঙ্গ, ২৩ জানুয়ারি : কালাইন হায়ার সেকেন্ডারি স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র শেখর রায় আর নেই। ৮২ ঘণ্টা মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত হার মানল সে। বিদ্যাদাত্রী সরস্বতী পূজার দিন শুক্রবারই সতীর্থদের কাছ থেকে শেষ বিদায় নিয়ে না ফেরার দেশে চলে গেল শেখর।

গত সোমবার সকাল আনুমানিক ৯টা নাগাদ স্কুলে যাওয়ার পথে সড়ক পার হওয়ার সময় ৬ নম্বর জাতীয় সড়কে উল্টো দিক থেকে আসা একটি বেপরোয়া মারুতি ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হয় শেখর। দুর্ঘটনার পরপরই তাকে কালাইন সিএইচসিতে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ৮২ ঘণ্টা মৃত্যুর সঙ্গে লড়াই করে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করে শেখর। ময়নাতদন্ত শেষে শুক্রবার দুপুরে তার নিথর দেহ কালাইন হায়ার সেকেন্ডারি স্কুলে নিয়ে আসা হয়। সেসময় স্কুলে সরস্বতী পূজা উপলক্ষে ছাত্রছাত্রীদের উপচে পড়া ভিড় ছিল। শেখরের নিথর দেহ পৌঁছাতেই মুহূর্তের মধ্যে শোকের ছায়া নেমে আসে গোটা স্কুল চত্বরে। শিক্ষক-শিক্ষিকা ও সহপাঠীরা শোকাহত হৃদয়ে প্রিয় সহপাঠীকে শেষ বিদায় জানান। পরে শববাহী গাড়ি শেখরের বাড়ির উদ্দেশে রওনা দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *