বাংলাদেশ থেকে ৩০০ পড়ুয়া ফিরলেন, আন্দোলনে উত্তপ্ত

২০ জুলাই : কোটা বা সংরক্ষণ বিরোধী আন্দোলনে উত্তপ্ত বাংলাদেশ। এখনও অবধি মৃতের সংখ্যা ১০৫। বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে এমনটাই খবর। রাজধানী ঢাকা সহ চট্টগ্রাম, রংপুর ও আরও নানা জায়গায় হাজার হাজার ছাত্রছাত্রী পথে নেমে আন্দোলন শুরু করেছেন। আন্দোলনরত পড়ুয়াদের আটকাতে কড়া হাতে নেমেছে সরকার। শুক্রবার রাত থেকে গোটা দেশ জুড়ে কার্ফু জারি করেছে শেখ হাসিনা সরকার। নামানো হয়েছে সেনা।

এই পরিস্থিতিতে দলে দলে ভারতে ফিরে আসছেন বাংলাদেশে পাঠরত পড়ুয়ারা। শুক্রবার অবধি অন্তত ৩০০ জন পড়ুয়া ভারতে ফিরে এসেছেন। জানা গেছে, ত্রিপুরার আগরতলার কাছে আখুড়া ও মেঘালয়ের ডাউকি দিয়ে ভারতে ফিরছেন পড়ুয়ারা। তাঁদের মধ্যে কেউ উত্তরপ্রদেশের বাসিন্দা, কেউ হরিয়ানা বা কাশ্মীরের। এই পড়ুয়াদের মধ্যে অনেকেই বাংলাদেশে ডাক্তারি পড়ছিলেন বলে জানা গিয়েছে। আপাতত বাংলাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। তাই পড়ুয়ারা দেশে ফিরে আসছেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাংলাদেশে ফিরবেন না পড়ুয়ারা–এমনটাই জানা গেছে। শুক্রবার রাতে পশ্চিমবঙ্গের সীমান্ত পেরিয়েও ভারতে ঢুকেছেন বেশ কয়েক জন পড়ুয়া।

Author

Spread the News