হাইলাকান্দিতে শিক্ষা ও সাংস্কৃতিক শিবির শুরু কমসোমলের

বরাক তরঙ্গ, ২০ জুলাই : কিশোর কিশোরী সংগঠন কমসোমল-এর কাছাড়, করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলার যৌথ উদ্যোগে শিক্ষা ও সাংস্কৃতিক শিবির হাইলাকান্দি শহরের হরকিশোর হাইস্কুলে আরম্ভ হয়। সকাল ১০ টায় হরকিশোর হাইস্কুল প্রাঙ্গণে গণ আন্দোলনের শহিদদের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত অস্থায়ী শহিদ বেদীতে মাল্যদানের মাধ্যমে শিবিরের সূচনা হয়। কমসোমল এর সদস্য-সদস্যাদের গার্ড অব অনার প্রদর্শনের মধ্য দিয়ে অস্থায়ী শহিদ বেদীতে মাল্যদান করেন এসইউসিআই (সি) দলের রাজ্য কমিটির অন্যতম সদস্য ও কাছাড় জেলা সম্পাদক ভবতোষ চক্রবর্তী সহ হাইলাকান্দির কয়েকজন বিশিষ্ট ব্যক্তিবর্গ। সংগঠনের তিনদিনব্যাপী শিক্ষা শিবিরের প্রথমদিনে সকাল ১১ টায় প্রথম অধিবেশন শুরু হয় এবং প্রথম রাখেন এসইউসিআই (সি) দলের রাজ্য কমিটির অন্যতম সদস্য ও করিমগঞ্জ জেলা সম্পাদক অরুণাংশু ভট্টাচার্য।

হাইলাকান্দিতে শিক্ষা ও সাংস্কৃতিক শিবির শুরু কমসোমলের

প্রথম দিনের দ্বিতীয় অধিবেশন শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়। অধিবেশনে কিশোর কিশোরীদের সম্মুখে বিজ্ঞানের আলোকে সমাজ বিকাশের ধারা সম্পর্কে বক্তব্য ময়ূখ ভট্টাচার্য। শিবির আগামীকাল ও পরশু চলবে। শিবিরে জ্ঞান, বিজ্ঞান, দর্শন এবং মনীষীদের জীবন সংগ্রাম নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এছাড়াও শরীর চর্চা, খেলাধুলা ও নাটক সহ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের উপর সিনেমা প্রদর্শনেরও আয়োজন।

Author

Spread the News