বৃষ্টি থামলেই কাছাড়ে রাস্তা হাল ফেরানো হবে : মুখ্যমন্ত্রী
বরাকে সড়ক সংস্কারে ৩৮ কোটি টাকা বরাদ্দ____
বরাক তরঙ্গ, ২৪ আগস্ট : শিলচর সহ বরাক উপত্যকার তিন জেলার সড়ক সংস্কারের জন্য মোট ৩৮ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। তার মধ্যে শিলচরের জন্য ১৩ কোটি, করিমগঞ্জের জন্য ১৬ কোটি এবং হাইলাকান্দির জন্য ৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পূজার আগেই কাজ শেষ হবার কথা রয়েছে। তাছাড়াও শিলচরের কেপিটেল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি এবং রামনগর থেকে রংপুর সড়ক নির্মাণের জন্য পৃথক ভাবে টাকা বরাদ্দ করা হয়েছে। ইতিমধ্যেই ঠিকাদার ও নিয়োগ করা হয়েগেছে। শীঘ্রই শুরু হবে সংস্কার কাজ। এছাড়াও রাঙ্গিরখাড়ি থেকে মেডিক্যাল এবং সোনাবাড়িঘাট পর্যন্ত সড়ক নির্মাণের জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
শিববাড়ি সিঙ্কিং জোনের জন্য ৪০০ পাইলিং বিশিষ্ট ২৫০ মিটারের ডালাই স্লেভ তৈরি করা হবে। এবং শহরের রামনগর থেকে ক্যাপিটাল পয়েন্ট ও ক্যাপিটাল পয়েন্ট থেকে চিত্তরঞ্জন মূর্তি পর্যন্ত ৭ কিলোমিটারের এলিভেটেড রোড তৈরির ডিসিআর তৈরি করা হয়েছে। সবার সম্মতি থাকলে এই কাজ শুরু করে আড়াই বছরে শেষ করা হবে।
শনিবার শিলচর জেলা শাসক কার্যালয়ের কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলনে কথা বলতে গিয়ে এই কথাগুলি জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি আরও জানান, শিলচর মেডিক্যাল কলেজে ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ভবনের নির্মাণ কাজ প্রায় শেষের পথে। এই ভবন নির্মাণ হলে এখানে আরো একটি ১০০০ শয্যা বিশিষ্ট ভবন নির্মাণ করা হবে এবং এর পর পুরাতন ভবনকে ভেঙে ফেলা হবে।
এছাড়াও এদিনের সাংবাদিক সম্মেলনে বরাক উপত্যকার তিন জেলার এক গুচ্ছ উন্নয়ন মূলক প্রকল্পের কথা শুনিয়ে গেলেন মুখ্যমন্ত্রী। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, হাইলাকান্দিতে মেডিক্যাল কলেজ ও হাসপাতাল স্থাপন প্রসঙ্গ। বলেন উপযুক্ত জমির খোঁজ করে দিতে নির্দেশ দেওয়া হয়েছে জেলাশাসককে।