সুপ্রিম কোর্ট পেল নতুন দুই বিচারপতি, মণিপুর থেকে প্রথম কোটিশ্বর

১৬ জুলাই : মণিপুর থেকে প্রথম সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন এন কোটিশ্বর সিং।  বিচারপতি সিং, মণিপুরের প্রথম অ্যাডভোকেট জেনারেল এন ইবোতোম্বি সিংয়ের ছেলে। বিচারপতি সিং নিজেও মণিপুর অ্যাডভোকেট জেনারেল হিসেবে কাজ করেছেন। ১৯৮৬ সালে আইনজীবী হিসেবে তিনি কর্মজীবন শুরু করেন। গুয়াহাটি হাইকোর্ট এবং মণিপুর হাইকোর্টেও তিনি ছিলেন। বর্তমানে তিনি জম্মু ও কাশ্মীর এবং লাদাখের প্রধান বিচারপতি।

এছাড়াও বিচারপতি আর মহাদেবন হলেন শীর্ষ আদালতের বিচারপতি। বিচারপতি মহাদেবন এই মুহূর্তে মাদ্রাজ হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি পদে রয়েছেন। উল্লেখ্য, দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অনুমোদনের পরেই বিচারপতি এন কোটিশ্বর সিং এবং বিচারপতি আর মহাদেবন হলেন শীর্ষ আদালতের নতুন দুই বিচারপতি। সুপ্রিম কোর্ট কলেজিয়াম এর আগেই এই দু’জনের পদোন্নতির জন্য সুপারিশ করেছিল।

নতুন দুই বিচারপতিকে পাওয়ার পর, এই মুহূর্তে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সহ মোট ৩৪ জন বিচারপতি রইলেন শীর্ষ আদালতে। অর্জুন রাম মেঘওয়াল নিজের সমাজমাধ্যমে দুই নতুন বিচারপতির কথা জানিয়েছেন।

Author

Spread the News