মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৩ জানুয়ারি : রাজ্যজুড়ে সরস্বতী পূজা উৎসাহ ও আনন্দের মধ্যেই পালিত হলেও শ্রীভূমি জেলায় ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। সরস্বতী পূজার অঞ্জলি দেওয়ার প্রস্তুতিতে নদীতে স্নান করতে গিয়ে মর্মান্তিক মৃত্যুর কোলে ঢলে পড়ল এক কিশোরী। ঘটনাটি ঘটেছে শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর কেন্দ্রের বিদ্যানগর গ্রাম পঞ্চায়েতের চান্নিঘাটে। গজাধর কুর্মির মেয়ে মনীষা কুর্মি শুক্রবার সরস্বতী পূজার ফুল তুলে বাড়িতে রেখে সিংলা নদীতে স্নান করতে যায়। সেখানেই নদীতে তলিয়ে যায় কিশোরীটি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন সার্কল অফিসার সৌভিক দত্ত এবং SDRF বাহিনীর জওয়ানরা। দ্রুত উদ্ধার অভিযান শুরু করা হয়। দীর্ঘ অনুসন্ধানের পর স্থানীয় বাসিন্দা ও SDRF বাহিনীর সহযোগিতায় নদী থেকে মনীষার নিথর দেহ উদ্ধার করা হয়। পরে মৃতদেহ ময়নাতদন্তের জন্য শ্রীভূমিতে পাঠানো হয়।
জানা গেছে, মৃত মনীষা কুর্মি নবম শ্রেণির ছাত্রী ছিল। এই মর্মান্তিক ঘটনায় চান্নিঘাট এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। সরস্বতী পূজার দিনে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রীদের পাশাপাশি এলাকার সাধারণ মানুষের মধ্যেও শোকের পরিবেশ বিরাজ করছে।



