দ্বিতীয় কোপা জয়, মেসির কান্না মোছালেন মার্টিনেজ

১৫ জুলাই : অতিরিক্ত সময়ের শেষবেলায় গোল পেল মেসিহীন আর্জেন্টিনা। ১১২ মিনিটের মাথায় জয় সূচক গোল করে নীল সাদা জার্সিতে জয়ের বিউগল বাজালেন লাউতারা মার্টিনেজ। কলোম্বিয়াকে হারিয়ে কেরিয়ারের শেষ পর্বে দ্বিতীয় কোপা আমেরিকা জয় করলেন লিওনেল মেসি। একসময় ট্র্যাজিক হিরোর মতোই বিধ্বস্ত হয়ে মাঠ ছাড়তে চেয়েছিলেন ফুটবলের আর্জেন্টাইন বরপুত্র। আজ চোট পেয়ে বেরিয়ে গিয়েছিলেন কাঁদতে কাঁদতে। সেই মুখে হাসি ফোটালেন মার্টিনেজ।

Author

Spread the News