বরাক তরঙ্গ, ২৩ জানুয়ারি : ভোটার তালিকা থেকে বিভিন্ন মানুষের নাম বাদ দেওয়ার সম্ভাব্য অপচেষ্টার খবরকে কেন্দ্র করে শ্রীভূমি জেলায় উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার বিকেলে শ্রীভূমির বিপিনচন্দ্র পাল স্মৃতি ভবনে জেলার বরিষ্ঠ নাগরিকদের আহ্বানে বৃহত্তর নাগরিক সমাজের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। দীর্ঘ আলোচনার পর জেলা প্রশাসকের কাছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবিপত্র জমা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার শ্রীভূমির জেলা কমিশনার প্রদীপকুমার দ্বিবেদীর সরকারি বাসভবনে সাক্ষাৎ করে নাগরিক সমাজের প্রতিনিধিরা দাবিপত্র তুলে দেন এবং বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পরে দাবিপত্রটি ই-মেইলের মাধ্যমে অসমের মুখ্য নির্বাচন আধিকারিক ও ভারতের নির্বাচন কমিশনের কাছেও পাঠানো হয়।
নাগরিক সমাজের প্রতিনিধিরা অভিযোগ করেন, বিশেষ সংশোধনী প্রক্রিয়া (SR-২০২৬)-এর ‘দাবি ও আপত্তি’ পর্যায়ে সম্প্রতি বিপুল সংখ্যক ফর্ম-৭ জমা দেওয়া হয়েছে। অভিযোগ অনুযায়ী, অনেক ক্ষেত্রে আবেদনকারীদের পরিচয় যাচাই না করেই এসব আপত্তি গ্রহণ করা হয়েছে এবং প্রয়োজনীয় পরিচয়পত্র সংযুক্ত না থাকা সত্ত্বেও ফর্মগুলো প্রক্রিয়াজাত করা হয়েছে। এমনকি বহু ক্ষেত্রে দেখা গেছে, যাদের নামে আপত্তি দাখিল করা হয়েছে, তারা নিজেরাই এসব আবেদনের বিষয়ে অবগত ছিলেন না বা স্বাক্ষর করেননি।
নাগরিক সমাজের দাবি, প্রকৃত ভোটার হিসেবে BLO কর্তৃক যাচাই হওয়া সত্ত্বেও দূরবর্তী স্থানে শুনানির জন্য নোটিশ জারি করা হয়েছে, যা পুরো প্রক্রিয়ার ন্যায্যতা নিয়ে প্রশ্ন তুলছে। সাম্প্রতিক সময়ে সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রকাশিত খবরের ফলে জনমনে আতঙ্ক আরও বেড়েছে।

এই প্রেক্ষাপটে নাগরিক সমাজের পক্ষ থেকে দাবি করা হয়েছে, যেন কোনও অযৌক্তিক, জাল বা মিথ্যা আপত্তি গ্রহণ না করা হয় এবং কোনও প্রকৃত ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ না দেওয়া হয়। পাশাপাশি এ বিষয়ে সরকারি নির্দেশ জারি করে তা কঠোরভাবে কার্যকর করার দাবি জানানো হয়েছে। নির্দেশ লঙ্ঘনের ক্ষেত্রে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করার আহ্বান জানানো হয়েছে। দাবিপত্র প্রদানকালে উপস্থিত ছিলেন সুব্রতকুমার পাল, আতিকুল বারি চৌধুরী, অরুণাংশু ভট্টাচার্য, বদরুল ইসলাম চৌধুরী, বিশ্বজিৎ ঘোষ, সুজিত পাল, আহমেদুর রহমান তাপাদার, বিকি দেব, পরিমল চক্রবর্তী, ভিকি কুরি প্রমুখ।
এছাড়া, কোনও ভুক্তভোগী নাগরিক বা ভোটার আপত্তির মুখে পড়লে পরামর্শ ও সহযোগিতার জন্য সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। যদিও জেলা কমিশনার আশ্বাস দিয়েছেন, শুনানির নোটিশ দেওয়া হলেও কোনও প্রকৃত ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে না। বদরুল ইসলাম চৌধুরী ও সুজিতকুমার পালের পক্ষ থেকে এই প্রেস বিজ্ঞপ্তি এ খবর জানানো হয়।



