প্রসাদ খেয়ে মৃত্যু একজনের, অসুস্থ ত্রিশের অধিক, তদন্তে ফুড সেফটি
বরাক তরঙ্গ, ১৪ জুলাই : পূজার প্রসাদ খেয়ে এক ব্যক্তির মৃত্যু সহ অসুস্থ হয়েছেন আরও ত্রিশ থেকে পঁয়ত্রিশ জন। ঘটনার তদন্তে মাঠে নেমেছেন ফুড সেফটি দপ্তরের আধিকারিকরা। এতে উদ্ধার হয়েছে প্রসাদ তৈরিতে ব্যবহৃত বিভিন্ন মশলার প্যাকেট সহ অন্যান্য সামগ্রী।ঘটনাটি ঘটেছে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার দেওয়ানপাশা গ্রাম পঞ্চায়েতের চার নং ওয়ার্ডের অরুণ নাথের বাড়িতে। জানা গেছে, বৃহস্পতিবার দিন অরুণ নাথের বাড়িতে একটি শিব মন্দির প্রতিস্থাপনের অনুষ্ঠান ছিল।সেই উপলক্ষে গৃহস্থ আত্মীয়স্বজন সহ পাড়া প্রতিবেশীদের শিব পূজার প্রসাদ গ্রহনের নিমন্ত্রণ করেন। যথারীতি প্রসাদ খেয়ে আত্মীয়স্বজন সহ পাড়া প্রতিবেশী যার যার বাড়ি চলে গেলে এদিন রাত থেকে পরদিন অর্থাৎ শুক্রবার সকাল পর্যন্ত প্রসাদ খাওয়া সকলে শারীরিক অসুস্থতা বোধ করতে শুরু করেন। তড়িঘড়ি বিভিন্ন এলাকার লোকজন স্থানীয় হাসপাতালে ভর্তি হলে শনিবার রাত আনুমানিক দশটার দিকে ধর্মনগর সাকাইবাড়ি হেল্থ কিউর নার্সিং হোমে চিকিৎসাধীন অবস্থায় শলীন্দ্র দেবনাথ (৫৯) নামের এক ব্যক্তির মৃত্যু হয়। জানা গেছে, মৃত ব্যক্তির বাড়ি দেওয়ানপাশা এলাকায়। তাছাড়া আশঙ্কাজনক অবস্থায় অপর একজন চিকিৎসাধীন সহ কমপক্ষে ত্রিশ থেকে পঁয়ত্রিশ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন। এই খবর ছড়িয়ে পড়তেই রবিবার দুপুরে দেওয়ানপাশার অরুণ নাথের বাড়িতে ছুটে যান ধর্মনগর ফুড সেফটি দপ্তরের আধিকারিক তথা চিকিৎসক পূজা আচার্য ও সুমিত দেবনাথ।
তাছাড়া মৃত ব্যক্তির বাড়ি সহ হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে যান ফুড সেফটি আধিকারিকরা। ফুড সেফটি আধিকারিকরা জানান, ঘটনা বৃহস্পতিবার দিন ঘটায় ঘটনাস্থল থেকে শুধুমাত্র বিভিন্ন মশলার প্যাকেট উদ্ধার হয়েছে। সেগুলো পরীক্ষানিরীক্ষা করে দেখা হচ্ছে। তবে কি কারনে খাদ্যে বিষক্রিয়া হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে, মৃত ব্যক্তির ছেলে অনিক দেবনাথ সহ আহত ব্যক্তি সুদর্শন নাথ ও আশুতোষ নাথরা জানান, বৃহস্পতিবার শিব পূজার কাঁচা প্রসাদ ও খিচুড়ি প্রসাদ খাওয়ার পর থেকে তাদের শারীরিক অসুস্থতা দেখা দেয়। তাতে ধর্মনগর জেলা হাসপাতাল, সাকাইবাড়ি হেল্থ কিউর নার্সিং হোম, বুংনাং প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে বহু মানুষ চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। দু-এক জন আবার শিলচর হাসপাতালে চিকিৎসার জন্য ছুটে গেছেন। সবার ধারনা প্রসাদে বিষক্রিয়ার দরুন এই ঘটনা সংঘটিত হয়েছে।