২৩ জানুয়ারি : আগামী সোমবার, ২৬ জানুয়ারি দিল্লির কর্তব্য পথে প্রজাতন্ত্র দিবসের প্যারেড হবে। ৭৬তম বর্ষে নানা প্রদেশের রংবেরংয়ের ট্যাবলো, সৈনিকদের প্যারেডের পাশাপাশি, নজর কাড়বেন কাশ্মীরি কন্যা সিমরান বালা। কেন? ইতিহাসে এই প্রথম অল মেল CRPF ইউনিটকে কর্তব্য পথের প্যারেডে নেতৃত্ব দেবেন কোনও তরুণী।
এমন ঘটনা ভারতের ইতিহাসে এর আগে ঘটেনি। ভারতের অন্যতম শক্তিশালী প্যারামিলিটারি ফোর্স CRPF (Central Reserve Police Force)। ১৪০ জন পুরুষ সদস্যের CRPF বাহিনীর ইউনিটকে প্যারেডে নেতৃত্ব দিতে চলেছেন CRPF-এর অ্যাসিস্ট্যান্ট কম্যান্ড্যান্ট ২৬ বছর বয়সি সিমরান বালা।
জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলার ছোট্ট গ্রাম নৌশেরা। দিন বা রাতে ভারত-পাকিস্তান সীমান্তের কাছে অবস্থিত এই গ্রামে বোমা, গুলিগোলার শব্দ খুবই স্বাভাবিক ঘটনা। ছোট থেকেই এ সব দেখে বড় হয়েছেন সিমরান।
সিমরানের এই প্রাপ্তি শুধুই দেশের জন্য নয়, গোটা রাজৌরি জেলার জন্যও অত্যন্ত গর্বের এবং আনন্দের মুহূর্ত। রাজৌরি জেলা থেকে সিমরানই প্রথম মহিলা যিনি CRPF-এ অ্যাসিস্ট্যান্ট কম্যান্ড্যান্ট পদে কর্মরত।
২০২৩ সালে প্রথম বারের চেষ্টায় UPSC-র সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সের পরীক্ষায় পাস করেন সিমরান। সারা দেশের মধ্যে তাঁর র্যাঙ্ক হয় ৮২। শুধু তাই-ই নয়। ওই বছর জম্মু-কাশ্মীরে একমাত্র সিমরানই এই পরীক্ষায় পাস করেন।
নিজের দক্ষতা এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতাই সিমরানকে এই সম্মান অর্জন করতে সাহায্য করে। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দিল্লিতে চলছে প্যারেডের মহড়া। সেই মহড়াতেই নিজের দক্ষতা প্রমাণ করেছেন সিমরান। তাঁর নির্ভুল প্যারেড, আত্মবিশ্বাস এবং প্রত্যয়ই তাঁকে অন্যদের থেকে আলাদা করে তুলেছে। সুযোগ পেয়েছেন প্যারেডে নেতৃত্ব দেওয়ার।



