বড়খলার বিভিন্ন অঞ্চলে বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বণ্টন রাইজের দলের

বরাক তরঙ্গ, ১২ জুলাই : বড়খলার বন্যাপীড়িতদের মধ্যে ত্রাণ বণ্টন করল রাইজর দলের কাছাড় জেলা কমিটি। শুক্রবার বড়খলা সমষ্টির, বেরাটুক, মাছুঘাট, বাদ্রিপার সহ অন্যান্য এলাকায় কাছাড় জেলার রাইজর দলের সভাপতি জাভেদ মিয়াঁদাদের নেতৃত্বে নৌকা যোগে বন্যাকবলিত এলাকায় গিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছানো হয়।

সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জাভেদ মিয়াঁদাদ লস্কর বলেন, বিগত দিন থেকে রাইজের দল বন্যাক্রান্ত মানুষের পাশে আছে। কখনও ত্রাণ সামগ্ৰী বিতরণ করছে কখনও মধ্যাহ্নভোজন করাচ্ছে। আগামীতেও তারা অসহায় মানুষের পাশে থাকবেন। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রুবেল বড়ভূইয়া, মিনাল মজুমদার, জনি আহমেদ মজুমদার, দেবজিত দেবনাথ, আমজদ হোসেন বড়ভূইয়া, সাহিদ আহমেদ বড়ভূইয়া প্রমুখ।

Author

Spread the News