বরাক তরঙ্গ, ২৩ জানুয়ারি : যথাযোগ্য মর্যাদায় বীর পুরুষ স্বাীনতা আন্দোলনের আপসহীন বিপ্লবী নেতাজি সুভাসচন্দ্র বোসের ১৩০তম জন্মজয়ন্তী পালন করল সোনাবাড়িঘাটের বেসরকারি সংস্থা নিউ ইয়ং স্টার ক্লাব। শুক্রবার সকালে বাজার তেমাথায় নেতাজির প্রতিকৃতি বসিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ক্লাবের কর্মকর্তা সহ স্থানীয় জনগণ। এদিন প্রতিকৃতিতে মাল্যদান করেন ক্লাবের সম্পাদক নাজিম উদ্দিন। এরপর কার্যালয়ে সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।
সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্ব সভায় আলোচনা করেন দুই উপদেষ্টা সমসুর উদ্দিন আহমদ ও আশু চৌধুরী। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ক্লাবের কার্যকরী সভাপতি আবিদুর রহমান, ইকবাল হোসেন, প্রাক্তন গ্রুপ সদস্য সিপন আহমদ, ইরাক হোসেন, আয়ান উদ্দিন, পুলিশ কর্মী আফজল হোসেন লস্কর সহ অন্যান্যরা।



