বর্তমান জনসংখ্যা বিস্ফোরণ অতি চিন্তার বিষয় : ডাঃ আশুতোষ

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ১১ জুলাই : জেলা শুরু হল বিশ্ব জনসংখ্যা দিবস। বৃহস্পতিবার সতীন্দ্রমোহন দেব মেমোরিয়াল হাসপাতালের সভাকক্ষে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। রাষ্ট্রীয় স্বাস্থ্য অভিযানের পক্ষকালব্যাপী এই কর্মসূচিতে জেলার বিভিন্ন স্বাস্থ্যখন্ডে জনসংখ্যা নিয়ন্ত্রণ, স্বাস্থ্যসম্মত প্রজনন, পরিবার পরিকল্পনা ইত্যাদি নিয়ে বিশেষ সচেতনতা কার্যসূচি গ্রহণ করা হয়েছে। এতে বিশেষ করে পুরুষ ও মহিলার স্থায়ী বন্ধ্যাকরণ শিবিরের মাধ্যমে বিনামূল্যে করা হবে। এদিন পক্ষকালের আনুষ্ঠানিক সূচনা করেন জেলার যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডাঃ আশুতোষ বর্মন।

কাছাড়ে বিশ্ব জনসংখ্যা পক্ষের সূচনা____

অনুষ্ঠানে প্রাসঙ্গিক বক্তব্যে ডাঃ বর্মন বলেন, বর্তমান জনসংখ্যা বিস্ফোরণ অতি চিন্তার বিষয়। আর্থসামাজিক প্রেক্ষাপটে দিবসটি অতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি উপস্থিত আশাকর্মী সহ অন্যান্য তৃণমুলস্তরের কর্মীদের ব্যাপক জন সচেতনতা গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে স্থায়ী বন্ধ্যাকরণ গ্রহণ করা দুই দম্পতিদের সংবর্ধিত করা হয়। পরে পতাকা নেড়ে পরিবার পরিকল্পনা বিষয়ে জন সচেতনতামুলক গাড়ি “সারথি ভ্যানের” উদ্ধোধন করেন। এই সারথি ভ্যান গ্রামাঞ্চলে জন্ম নিয়ন্ত্রণ, পরিবার পরিকল্পনা বিভিন্ন সুবিধা গ্রহণ, সুস্থ এবং স্বাস্থ্য সম্মত প্রজনন বিষয়ে প্রচার কাজ চালাবে। এদিনের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সতীন্দ্রমোহন দেব মেমোরিয়াল অসামরিক হাসপাতালের অধীক্ষক ডাঃ অরুপ পাটোয়া, জেলা এন এইচ এম-এর কর্মসূচি প্রবন্ধক রাহুল ঘোষ, পরিবার পরিকল্পনার জেলা সংযোজক হিলাল উদ্দিন লস্কর প্রমুখ।

বর্তমান জনসংখ্যা বিস্ফোরণ অতি চিন্তার বিষয় : ডাঃ আশুতোষ

উল্লেখ্য, একইভাবে জেলার ৮টি স্বাস্থ্যখণ্ড যথাক্রমে বিক্রমপুর, বড়খলা, ধলাই, হরিনগর জালালপুর, লক্ষীপুর, সোনাই ও উধারবন্দে উদ্বোধন করা হয়। অনুষ্ঠানসমুহে উপস্থিত ছিলেন খণ্ড স্বাস্থ্য আধিকারিক ও এন এইচ এমের ব্লকস্তরের কর্মকর্তারা।

Author

Spread the News