জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২২ জানুয়ারি : শ্রীভূমি জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার শ্রীভূমির জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে মুখ্যমন্ত্রীর গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক প্রকল্প ‘একটি কলি দু’টি পাতা’ এবং ‘অরুণোদয়’ প্রকল্পের অগ্রগতি ও বাস্তবায়ন সংক্রান্ত এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শ্রীভূমির জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী। সভায় সংশ্লিষ্ট প্রকল্পগুলির বর্তমান অগ্রগতি, মাঠপর্যায়ে বাস্তবায়নের অবস্থা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষভাবে ‘অরুণোদয়’ প্রকল্পের অধীনে নূতন হিতাধিকারীদের বিধানসভা কেন্দ্র ভিত্তিক হিতাধিকারী নির্বাচন প্রক্রিয়া এবং প্রকৃত হিতাধিকারীদের দ্রুত অন্তর্ভুক্তিকরণের বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। জেলা আয়ুক্ত প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, সময়ানুবর্তিতা এবং আন্তঃবিভাগীয় সমন্বয় বজায় রাখার জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা আয়ুক্ত ত্রিদিপ রায়, সহকারী আয়ুক্ত রূপক মজুমদার, জেলার সকল খণ্ড উন্নয়ন আধিকারিক এবং বিভিন্ন দপ্তরের সংশ্লিষ্ট আধিকারিকগণ। সভায় অংশগ্রহণকারী আধিকারিকরা নিজ নিজ বিভাগের অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করেন এবং বাস্তব ক্ষেত্রের সমস্যাবলী তুলে ধরেন। সভা শেষে জেলা আয়ুক্ত সংশ্লিষ্ট সকল দপ্তরকে মুখ্যমন্ত্রীর স্বপ্নের এই প্রকল্পসমূহ নির্ধারিত সময়সীমার মধ্যে সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।



